কলকাতা: বাংলায় ১৭ আসনে ইতিমধ্যেই প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে বামেরা। এদিনই আবার ৮ আসনে প্রার্থী দিয়ে দিয়েছে নওশাদের আইএসএফ। অফেক্ষা ছিল কংগ্রেসেকর। শেষে বাংলায় ৮ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে দিল কংগ্রেস। মালদা উত্তর থেকে লড়ছেন মুস্তাক আলম। মালদা দক্ষিণ থেকে লড়ছেন ঈশা খান চৌধুরী। এই কেন্দ্রের বিদায়ী সাংসদ আবু হাসেম খান চৌধুরী ওরফে ডালু। জঙ্গিপুর থেকে লড়ছেন মহম্মদ মুর্তাজা হোসেন। কলকাতা উত্তরের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। বহরমপুরে দাঁড়াচ্ছেন অধীর রঞ্জন চৌধুরী। এই বহরমপুর থেকেই লড়ছেন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। পুরুলিয়া থেকে কংগ্রেসের টিকিটে লড়ছেন নেপাল মাহাতো। বীরভূম থেকে লড়ছেন মিল্টন রশিদ। রায়গঞ্জ থেকে লড়ছেন ফরওয়ার্ড ব্লক থেকে আসা আলি ইমরান রামজ ওরফে ভিক্টর।
প্রসঙ্গত, লোকসভা ভোটের মুখে দেশের বিরোধী শিবিরের নেতারা তৈরি করে ফেলেছেন ইন্ডিয়া জোট। সেখানেও একইসঙ্গে পথ চলছে কংগ্রেস-বাম। রয়েছে আম-আদমি পার্টির মতো দলগুলিও। তৃণমূল থাকলেও বাংলায় আসন সমঝোতা নিয়ে কংগ্রেসের সঙ্গে বিস্তর টানাপোড়েন দেখা গিয়েছিল। সে পর্যন্ত সমঝোতা হয়নি। বাংলায় ৪২ আসনেও প্রার্থীদের নাম ঘোষণা করে দিয়েছে তৃণমূল।
প্রসঙ্গত, বাংলায় বাম আইএসএফের সঙ্গে কংগ্রেসের আসন সমঝোতা নিয়ে চাপউতোর চললেও কে ক’টা আসনে লড়ছে সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছিল না। বিমান-অধীরদের মুখে শুধুই শোনা গিয়েছিল আলোচনার কথা। যাদবপুরে সিপিএম প্রার্থী দিলেও আইএসএফও দিতে পারে বলেও শোনা গিয়েছিল। যদিও এদিন প্রথম দফার তালিকায় যাদবপুরে প্রার্থী দেয়নি আইএসএফ। কিন্তু, শ্রীরামপুরে বাম প্রার্থী দীপ্সিতা ধর দাঁড়ালেও সেখানে প্রার্থী দিয়েছে আইএসএফ।