Congress Left Alliance: এবারের উপনির্বাচনে বাম-কংগ্রেসের জোট ভাঙার প্রবল সম্ভাবনা, কী বললেন সুজন?
Congree Left Alliance: আপাতভাবে জানা যাচ্ছে, বাম ও কংগ্রেস পৃথকভাবে উপনির্বাচনে লড়াই করতে চলেছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত উপনির্বাচন নিয়ে কোনও রকম আলোচনায় বসেনি বাম কংগ্রেস। এমনকি বামেদের বৈঠকে কংগ্রেস সঙ্গে জোট প্রসঙ্গ ওঠেওনি।
কলকাতা: সামনেই উপনির্বাচন। ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি, তৃণমূল। কিন্তু এবার প্রশ্ন বাম-কংগ্রেস জোট নিয়ে। রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, জোরাল হচ্ছে কংগ্রেস আর বামের জোট ভাঙার সম্ভাবনা। বাম আর কংগ্রেস পৃথকভাবে উপনির্বাচনে লড়াই করতে চলেছে। আপাতভাবে জানা যাচ্ছে, বাম ও কংগ্রেস পৃথকভাবে উপনির্বাচনে লড়াই করতে চলেছে। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত উপনির্বাচন নিয়ে কোনও রকম আলোচনায় বসেনি বাম কংগ্রেস। এমনকি বামেদের বৈঠকে কংগ্রেস সঙ্গে জোট প্রসঙ্গ ওঠেওনি।
৬ আসনে বিধানসভার উপনির্বাচনে আগামী ১৩ নভেম্বর। মনোনয়ন জমার দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর। সূত্রের খবর, রবিবার রাত পর্যন্ত উপনির্বাচনে জোট নিয়ে বাম এবং কংগ্রেস কেউ কারোর সঙ্গে আলোচনা করেনি। রবিবার উপনির্বাচন নিয়ে নিজেরা এককভাবে বৈঠক বসেছিলেন বাম এবং কংগ্রেস। কংগ্রেস এই জোট নিয়ে কোনও আলোচনায় যায়নি বলে সূত্রের খবর।
বামফ্রন্টের বৈঠকে আলোচনা অনুযায়ী আপাততভাবে স্থির হয়েছে, সিতাইয়ে লড়বে ফরওয়ার্ড ব্লক। মাদারিহাট লড়বে আরএসপি। মেদিনীপুর লড়বে সিপিআই। হাড়োয়া আসন ছাড়া হবে আইএসএফকে। উল্লেখ্য, চব্বিশের লোকসভা ভোটে বামেদের সঙ্গে আইএসএফের জোট না হলেও, এই উপনির্বাচনে বাম এবং আইএসএফ আবার একসঙ্গে লড়তে চলেছে। তালডাঙড়ায় আসন লড়বে সিপিআইএম। নৈহাটি আসন নিয়ে সিপিআইএমের সঙ্গে আলোচনা চলছে সিপিআইএমএল লিবারেশননের। তারা না লড়লে সিপিআইএম লড়বে। সোমবার বামেদের প্রার্থী তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে।
সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “আমাদের অবস্থান আগে থেকেই স্পষ্ট। বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সবাইকে এক জোট করার পলিসি নিয়ে আমরা চলি। সেটা তো আজ এরকম, কাল অন্যরকম হয় না। কিন্তু কংগ্রেসের নতুন সভাপতি তিনি নিজের মত পোষণ করেছেন। সংবাদমাধ্যমে দেখেছি, তিনি দিল্লিতেও সে বিষয়ে কথা বলেছেন। আমরা এখনও প্রার্থীতালিকা ঘোষণা করিনি। দেখা যাক কী দাঁড়ায়!”
কংগ্রেসের তরফে একটি আসনের জন্য দু’তিনটি করে নাম বাছাই করে তা এআইসিসির কাছে পাঠানো হয়েছে। সূত্রের খবর, রবিবার সন্ধ্যার বৈঠকে উপস্থিত থাকা ওই সব এলাকার কংগ্রেস নেতৃত্ব ‘একলা চলো’ র পক্ষেই সওয়াল করেছেন। আর সেটাই রেজলিউশন আকারে দিল্লিতে পাঠানো হয়েছে প্রদেশ কংগ্রেসের তরফে। মঙ্গলবার প্রার্থীদের নাম ঘোষণা করতে পারে কংগ্রেস।