IND vs AUS: ভারতের সবচেয়ে বড় মাথাব্যথা! টানা সেঞ্চুরিতে চাপ বাড়ালেন হেড

India vs Australia 3rd Test: টেস্ট ক্রিকেটে যেন ভারতের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে উঠেছেন তিনিই। ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও সেঞ্চুরি করেছিলেন। এই সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরি। এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে ভারতের সবচেয়ে বড় বাধা যেন ট্রাভিস হেডই।

IND vs AUS: ভারতের সবচেয়ে বড় মাথাব্যথা! টানা সেঞ্চুরিতে চাপ বাড়ালেন হেড
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Dec 15, 2024 | 10:42 AM

ভারতের বিরুদ্ধে শেষ ছয় ইনিংসের মধ্যে তিনটি সেঞ্চুরি! ভারতের মাটিতে গত মরসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বিধ্বংসী ব্যাটিং করেছিলেন সানরাইজার্সে খেলা অজি ক্রিকেটার। টেস্ট ক্রিকেটে যেন ভারতের সবচেয়ে বড় মাথাব্যথা হয়ে উঠেছেন তিনিই। ওয়ান ডে বিশ্বকাপ ফাইনাল, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেও সেঞ্চুরি করেছিলেন। এই সিরিজে টানা দ্বিতীয় সেঞ্চুরি। এ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে ভারতের সবচেয়ে বড় বাধা যেন ট্রাভিস হেডই।

পারথ টেস্ট জিতে সিরিজের শুরুটা দুর্দান্ত করেছিল ভারত। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে তিন ম্যাচের সিরিজে ক্লিনসুইপের পর এই প্রত্যাবর্তন আত্মবিশ্বাস বাড়িয়েছিল ভারতীয় শিবিরে। কিন্তু অ্যাডিলেডে গোলাপি টেস্টে হার, আবার শূন্যতে নামিয়েছে ভারতকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যেতে এই সিরিজ অন্তত ৩-১ ব্যবধানে জিততে হবে। ৪-১ জিততে পারলে কোনও অঙ্কের সামনে পড়তে হবে না। কিন্তু ৩-২ জয়ে অঙ্ক। আর সিরিজ হারলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের রাস্তা বন্ধ।

প্রথম টেস্টে প্রথম ইনিংসে ট্রাভিস হেডকে আটকানো গিয়েছিল। ভারতও সাফল্য পেয়েছে। পারথের দ্বিতীয় ইনিংসে রান পেলেও ভারতের জয় আটকাতে পারেননি হেড। কিন্তু অ্যাডিলেডে তাঁর দুরন্ত সেঞ্চুরি ভারতকে অস্বস্তিতে ফেরেছিল। ব্রিসবেনেও ভারত ব্যাকফুটে। সৌজন্যে ট্রাভিস হেডের সেঞ্চুরি। দ্বিতীয় দিনের প্রথম সেশনে দুর্দান্ত বোলিং করে ভারত। কিন্তু ট্রাভিস হেড এবং স্টিভ স্মিথ জুটি লাঞ্চের পরই বিধ্বংসী হয়ে ওঠেন।

এই খবরটিও পড়ুন

জসপ্রীত বুমরার ডেলিভারি অনসাইডে ঠেলে তিন রান। মাত্র ১১৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন ট্রাভিস হেড। টানা দ্বিতীয় সেঞ্চুরি। সব মিলিয়ে কেরিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। তাঁর অনবদ্য সেঞ্চুরিতে ২৩৪-৩ স্কোরে টি-ব্রেকে অস্ট্রেলিয়া। ভারতের হাত থেকে ক্রমশ ম্যাচ বেরিয়ে যাচ্ছে।