কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর আবেদনে সম্মতি দিল শিক্ষাদফতর। ৩৭ লক্ষ টাকার অনুদানে সাড়া মিলল। এবার শিক্ষা দফতর থেকে প্রস্তাব যাবে অর্থ দফতরে। অর্থ দফতর ‘হ্যাঁ’ বললেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বসবে সিসিটিভি। শিক্ষা দফতরের কাছে ইমেল মারফত যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রস্তাব পাঠিয়েছিল। সূত্রের খবর, শিক্ষা দফতর তাতে ‘Go Ahead’ বলে উত্তর দিয়েছে। সঙ্গে এও বলা হয়েছে ‘অ্যাজ় আর্লি অ্যাজ পসিবল্’।
এই প্রস্তাব শিক্ষা দফতরের তরফ থেকে অর্থ দফতরে পাঠানো হবে বলেও জানানো হয়। সেখান থেকে সম্মতি এলেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর কাজ শুরু হবে। তবে সূত্রের খবর, এখনও কোনও হার্ড কপি শিক্ষা দফতরে জমা পড়েনি। মেইল মারফত কথাবার্তা হয়েছে। অর্থ দফতরের সম্মতি মিললে আর যাদবপুরের অর্থ সঙ্কটের কোনও সমস্যা থাকবে না। যদিও একাংশের এখনও মত, কর্মসমিতির বৈঠক ছাড়া সিসিটিভি বসানোর কাজ শুরু করা যাবে না।
যাদবপুরের ছাত্র মৃত্যুর ২০ দিন পরেও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সিসিটিভি ক্যামেরা বসানো নিয়ে জটিলতা অব্যাহত ছিল। অন্তবর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ দাবি করেছিলেন, “ওয়েবেলের মতো নামী সংস্থা টালবাহানা করছে কিনা,সেটা তো আমার দেখার কথা নয়।” তারপরই শিক্ষা দফতর অনুদান মঞ্জুর করে। কোথায় কোথায় সিসিটিভি বসানো হবে, তা নিয়ে এক প্রস্থ আলোচনা হয়েছে। তবে এখনই চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব হয়নি।