Garden Reach Building Collapse: ঝুপড়ির উপর ভেঙে পড়ল নির্মীয়মাণ বহুতল, গার্ডেনরিচে মৃত ৬, আহত ১৫, চলছে উদ্ধারকাজ

Building Collapse: এই বহুতলের ক্ষেত্রেও বেআইনি নির্মাণের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার তলা তৈরির পরই কাজ বন্ধ করার অনুরোধ করেছিলেন বহুতলের আশপাশের ঝুপড়ির বাসিন্দারা। কিন্তু সেই অনুরোধ কর্ণপাত না করার অভিযোগ করেছেন স্থানীয়রা। রবিবারই ওই বহুতলের পাঁচতলার ঢালাইয়ের কাজ হয়েছিল। তার পরই রাতে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

Follow Us:
| Edited By: | Updated on: Mar 18, 2024 | 1:48 PM

কলকাতা: মধ্যরাতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে ঘটল বিপর্যয়। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গার্ডেনরিচের মোল্লাবাগান এলাকায় রবিবার মাঝরাতে নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ে। সেই বহুতলের আশপাশে ছিল প্রচুর ঝুপড়ি। বহুতল সেগুলির উপরই ভেঙে পড়ে। এর জেরে বেশ কয়েক জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। খবর পেয়েই রাতে ঘটনাস্থলে পৌঁছন কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা। পৌঁছয় জাতীয় বিপর্যয় মোকাবিলাকারী দলও। ভগ্নস্তূপের মধ্যে থেকেই চলে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ১৫ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে। এদের মধ্যে পাঁচ জন এসএসকেএমের ট্রমা কেয়ারে চিকিৎসাধীন। প্রত্যেকেরই আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। এখনও ধ্বংসস্তূপের নীচে অনেকের থাকার আশঙ্কা রয়েছে। তাঁদের খোঁজে চালানো হচ্ছে উদ্ধারকাজ। অন্তত ৬ জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। মৃত ২জনই মহিলা বলে জানা গিয়েছে। তবে মৃত এবং আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গার্ডেনরিচের বিভিন্ন এলাকাতেই দীর্ঘদিন ধরেই বেআইনি নির্মাণকাজের অভিযোগ রয়েছে। এই বহুতলের ক্ষেত্রেও বেআইনি নির্মাণের অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চার তলা তৈরির পরই কাজ বন্ধ করার অনুরোধ করেছিলেন বহুতলের আশপাশের ঝুপড়ির বাসিন্দারা। কিন্তু সেই অনুরোধ কর্ণপাত না করার অভিযোগ করেছেন স্থানীয়রা। রবিবারই ওই বহুতলের পাঁচতলার ঢালাইয়ের কাজ হয়েছিল। তার পরই রাতে তা হুড়মুড়িয়ে ভেঙে পড়ে।

বহুতল ভেঙে পড়ার পর স্থানীয়দের ভিড় ঘটনাস্থলে।

ঘটনাস্থল যথেষ্ট ঘিঞ্জি হওয়ায় দমকল এবং উদ্ধারকারী দলকে ভিতরে যেতে বেগ পেতে হয়েছে। তবে বিপর্যয় মোকাবিলা বাহিনী এবং দমকল পৌঁছে উদ্ধারের কাজ শুরু করে। এনডিআরএফ ডগ স্কোয়াড থেকে ২টি কুকুরকেও সঙ্গে করে আনে। ধ্বংসস্তূপের মধ্যে কেউ আটকে থাকলে যাতে শনাক্ত করা যায়, তার জন্য এই কুকুরের সাহায্য নেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার বিনীত গয়াল-সহ কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারা ঘটনাস্থলে পৌঁছন।

ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ কর্তারা।

ঘটনার খবর পেয়েই সেখানে আসেন বিজেপি নেতা ইন্দ্রনীল খান। কিন্তু তাঁকে ঘটনাস্থল অব্দি যেতে দেওয়া হয়নি বলে অভিযোগ পুলিশের বিরুদ্ধে। সংবাদমাধ্যমকেও শুরুতে আটকানোর চেষ্টার অভিযোগ। ইন্দ্রনীল বলেছেন, “উদ্ধারকাজে হাত লাগানোর জন্য এসেছি। এলাকায় বহু অবৈধ নির্মাণ। পুলিশ প্রশাসন বা কর্পোরেশন যদি সঠিকভাবে কাজ করত তাহলে এই দুর্ঘটনা হত না। রাজনীতি নয়, এখন মানুষের জীবন গুরুত্বপূর্ণ।”

রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
রাস্তার ধারের তন্দুরি খাচ্ছেন? শরীর শেষ হয়ে যেতে পারে...
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
অভিনেত্রী-নৃত্যশিল্পী মমতা শঙ্করের কপালে পিণ্ড কি টিউমার?
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'অপারেশন সানশাইন' থেকে বর্তমান উচ্ছেদ অভিযান―হকারদের প্রশ্ন একটাই...
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
'লাভ জিহাদ' প্রসঙ্গে মুখ খুললেন সোনাক্ষী, কীভাবে দিলেন জবাব?
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা
পরপর তিনবার পুষ্পকের সফল পরীক্ষা সারলেন ইসরোর বিজ্ঞানীরা
৫ দশক পর স্পিকার পদে লড়াই, ধ্বনি ভোটে জয়ী হলেন ওম বিড়লা
৫ দশক পর স্পিকার পদে লড়াই, ধ্বনি ভোটে জয়ী হলেন ওম বিড়লা
মহাকাশে ‘বন্দি’ সুনীতা, নাসার ভুলেই সর্বনাশ!
মহাকাশে ‘বন্দি’ সুনীতা, নাসার ভুলেই সর্বনাশ!
বাংলাতেই বিপন্ন বাংলা ভাষা? পরিচয় সঙ্কটে ভুগতে হবে বাংলাকে?
বাংলাতেই বিপন্ন বাংলা ভাষা? পরিচয় সঙ্কটে ভুগতে হবে বাংলাকে?
হাতে নতুন ব্রহ্মাস্ত্র, হামলার চেষ্টা হলেই সক্রিয় হবে ভারতের চোখ
হাতে নতুন ব্রহ্মাস্ত্র, হামলার চেষ্টা হলেই সক্রিয় হবে ভারতের চোখ
ডিজাইনার নয়, কার শাড়ি পরে বিয়ে করলেন সোনাক্ষী?
ডিজাইনার নয়, কার শাড়ি পরে বিয়ে করলেন সোনাক্ষী?