Purulia: সব নথি জমা দিয়েও এখনও পর্যন্ত ট্যাবের টাকা পায়নি, গোঘাটের স্কুলে চাঞ্চল্য

Purulia: কিন্তু কবে তারা তাঁদের টাকা পাবেন, তা প্রধান শিক্ষক বলতে পারেননি। কিন্তু কেন তারা তাদের টাকা আজও পায়নি সেই বিষয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। স্কুলের ভার প্রাপ্ত প্রধানশিক্ষক তপন কুমার জানাও কিন্তু জানেন না তার এই চার পড়ুয়া কবে টাকা পাবেন।

Purulia: সব নথি জমা দিয়েও এখনও পর্যন্ত ট্যাবের টাকা পায়নি, গোঘাটের স্কুলে চাঞ্চল্য
Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Dec 26, 2024 | 11:52 AM

পুরুলিয়া:  মুখ্যমন্ত্রী বলেছিলেন ছাত্রছাত্রীরা তাদের ট্যাবের টাকা পেয়ে যাবে। সিংহভাগ ছাত্রছাত্রী ট্যাবের টাকা পেয়ে গেলেও এখনও গোঘাটের বাঘারবার্ড হাইস্কুলের চার পড়ুয়া তাদের ট্যাবের টাকা পায়নি। প্রধান শিক্ষক তাঁদের বেশ কয়েকবার যাবতীয় কাগজপত্র ও নথি জমা দিতে বললে ছাত্রছাত্রীরা সেই রকম ভাবেই জমা দেন। কিন্তু আজও এই চার ছাত্রছাত্রী তাদের প্রাপ্য টাকা পায়নি। ঘটনা গোঘাটের বাঘার্ড বার্ড হাইস্কুলের।

কিন্তু কবে তারা তাঁদের টাকা পাবেন, তা প্রধান শিক্ষক বলতে পারেননি। কিন্তু কেন তারা তাদের টাকা আজও পায়নি সেই বিষয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। স্কুলের ভার প্রাপ্ত প্রধানশিক্ষক তপন কুমার জানাও কিন্তু জানেন না তার এই চার পড়ুয়া কবে টাকা পাবেন।

তিনি জানিয়েছেন, তাড়াতাড়ি টাকা পেয়ে যাবে। ট্রানজাংশন হচ্ছে না। বারবারই ফেল দেখাচ্ছে। এই স্কুলের চার পড়ুয়া সোমা চট্টোপাধ্যায়, বর্ষা ধারা, তৃষা বাগ ও সুমন মণ্ডল এখনও জানেন না, তারা আদৌ তাদের প্রাপ্য টাকা পাবেন কিনা। বার বার স্কুলের দ্বারস্থ হয়েও হতাশ হয়ে ফিরে গেছেন তাঁরা।

সোমা ও বর্ষা একাদশ শ্রেণি ও তৃষা ও সুমন দ্বাদশ শ্রেণির পড়ুয়া। তারা কাতরভাবে আবেদন করেছেন যাতে তাদের টাকা তারা তাড়াতাড়ি পেয়ে যান। কোথায় গলত তা যেন প্রধান শিক্ষক অনুসন্ধান করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানান। তা না হলে তারা হয়তো আর টাকাই পাবেন না। এখানেই প্রশ্ন, কেন পাচ্ছেন না। প্রসঙ্গত, ট্যাব দুর্নীতিতে পুরুলিয়ার নাম উঠে এসেছিল আগেই। একাধিক ব্যক্তি গ্রেফতারও হয়। তার মধ্যে এই ধরনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।