Corona Update: নমুনা পরীক্ষা বাড়তেই ফের বাংলায় কোভিডের হাই জাম্প, বাড়ল মৃত্যুও

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Dec 01, 2021 | 12:45 AM

Corona Update: রাজ্যে ফের ৭০০ পার করল করোনা আক্রান্তের সংখ্যা। মৃতের সংখ্যাও গতকালের তুলনায় বেড়েছে।

Corona Update: নমুনা পরীক্ষা বাড়তেই ফের বাংলায় কোভিডের হাই জাম্প, বাড়ল মৃত্যুও
ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ল দেশে (ছবি- পিটিআই)

Follow Us

কলকাতা : গতকালই রাজ্যে করোনার দৈনিক আক্রান্তের সংখ্যা কমে হয়েছিল ৫১১। আর ২৪ ঘণ্টা পরই ফের আক্রান্তের সংখ্যা এক লাফে বাড়ল অনেকটাই। মঙ্গলবারের বুলেটিন অনুযায়ী, রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৭০৫। নমুনা পরীক্ষা বেড়েছে অনেকটাই, আর তার জেরেই কোভিড রোগীর সংখ্যায় এই বড় বদল বলেই বলেই করছেন বিশেষজ্ঞরা। একদিনে মৃত্যুর সংখ্যাও বাড়ল রাজ্যে। সোমবার ১১ জনের মৃত্যু হয় করোনা আক্রান্ত হয়ে। আজ সেই সংখ্যাটাই বেড়ে হয়েছে ১৩।

পজিটিভিটির হার এখনও উদ্বেগজনক। গতকাল যে হার ছিল ২.১১ শতাংশ, আজ তা ১.৯৩ শতাংশ। রাজ্যে ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৬৯৪ জন। গতকাল নমুনা পরীক্ষা হয়েছিল ২৪ হাজারের কিছু বেশি। আজ সেই নমুনা পরীক্ষার সংখ্যা বেড়ে হয়েছে ৩৬ হাজার ৬০৩। সুতরাং পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে নমুনা পরীক্ষা বাড়তেই বেড়েছে আক্রান্তের সংখ্যা। অন্যদিকে, করোনার ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বাড়ছে রাজ্যে। কোনও ঝুঁকি নিতে রাজি নয় রাজ্য। মঙ্গলবার থেকেই ফের করোনা বিধি- নিষেধ বাড়ানোর কথা জানানো হয়েছে।

কোন জেলায় কত আক্রান্ত একনজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১২ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ১।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ১।

মালদহ– গতকাল আক্রান্ত ৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ০।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৩ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ০।

নদিয়া– গতকাল আক্রান্ত ১৯ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ১৯ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: সোমবার-২, মঙ্গলবার- ১।

বীরভূম– গতকাল আক্রান্ত ১৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা ৭ আক্রান্ত জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু:সোমবার-০, মঙ্গলবার- ০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ৪ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার- ১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ০।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ১১ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ০।

হাওড়া– গতকাল আক্রান্ত ২৬ জন। গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩ জন। মৃত্যু: সোমবার-১, মঙ্গলবার- ১।

হুগলি– গতকাল আক্রান্ত ৪৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৬ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ১।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ৯৫ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৪ জন। মৃত্যু: সোমবার-৪, মঙ্গলবার- ৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৮ জন। মৃত্যু: সোমবার-০, মঙ্গলবার- ১।

কলকাতা– গতকাল আক্রান্ত ১৬৩ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯৬ জন। মৃত্যু: সোমবার-৩, মঙ্গলবার- ২।

আরও পড়ুন : Omicron Scare: দিল্লি বিমানবন্দরে অবতরণের পরেও ৬ ঘণ্টা অপেক্ষা, মধ্যরাত থেকেই চালু নতুন নিয়ম

Next Article