নয়া দিল্লি: ১১১ দিনে সর্বনিম্ন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (COVID 19) আক্রান্ত হয়েছেন ৩৪ হাজার ৭০৩ জন। একদিনে করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৫৫৩ জন। আবার একই সময়ে করোনাকে পরাজিত করে বাড়ি ফিরেছেন ৫১ হাজার ৮৬৪ জন। দেশে এখন সুস্থতার হার ৯৭.১৭ শতাংশ। দৈনিক পজিটিভিটি রেট ২.১১ শতাংশ। এর আগের দিন দেশে মোট করোনা আক্রান্ত হয়েছিলেন ৩৯ হাজার ৭৯৬ জন, সংক্রমণে মৃত্যু হয়েছিল ৭২৩ জনের। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৬ লক্ষ ১৯ হাজার ৯৩২ জন। করোনা এ যাবৎ কেড়ে নিয়েছে ৪ লক্ষ ৩ হাজার ২৮১ প্রাণ।
করোনা সংক্রমণে এ বার কলকাতা-সহ উত্তর ২৪ পরগনাকেও টেক্কা দিয়ে দিল পশ্চিম মেদিনীপুর। মঙ্গলবার রাজ্যে নতুন করে ৯৬২ জন করোনা আক্রান্ত ধরা পড়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১৭ জনের। যেই সংখ্যাটা অনেকটাই স্বস্তিদায়ক। একই সময়ের মধ্যে ৪৬ হাজার ২৮৯ টি নমুনা পরীক্ষা হয়েছে। একদিনে সংক্রমণ মুক্ত হয়েছেন ১ হাজার ৬২০ জন। সক্রিয় রোগীর সংখ্যা কমে হয়েছে ১৭ হাজার ২৭৫। সুস্থতার হার বেড়ে ৯৭.৬৭ শতাংশ। পজিটিভিটির হার কমে হয়েছে ২.০৮ শতাংশ।
বাংলার কোনও জেলাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ১০০ ছোঁয়নি, একমাত্র পশ্চিম মেদিনীপুর বাদে। সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে এই জেলা। সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে যুগ্মভাবে রয়েছে উত্তর ২৪ পরগনা এবং দার্জিলিং। এ বাদে বাকি সব জেলাতেই সংক্রমণের গ্রাফ অনেকটা নিম্নমুখী।
আরও পড়ুন: বঙ্গে সংক্রমণের শীর্ষে পশ্চিম মেদিনীপুর, টেক্কা কলকাতাকেও, হুগলিতে বাড়ল মৃত্যু
করোনার দ্বিতীয় ঢেউ কার্যত বিপর্যস্ত করে দিয়েছিল গোটা দেশকে। গত কয়েক মাসে করোনায় মৃত্যু হয়েছে বহু মানুষের। অক্সিজেনের অভাব, মৃতদেহের ভিড় ঘুম উড়িয়েছিল সাধারণ মানুষের। কিন্তু লকডাউন উঠতে না উঠতেই পর্যটকদের ভিড় বেড়েছে বিভিন্ন জায়গায়। বিশেষত পাহাড়ি এলাকাগুলোতে পর্যটকদের ভিড়ের যে ছবি চোখে পড়ছে, তা নিয়েই উদ্বেগ প্রকাশ করল স্বাস্থ্য মন্ত্রক। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে সতর্ক করে স্বাস্থ্য সচিব বললেন, ‘দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি।’
বিস্তারিত পড়ুন: ‘দ্বিতীয় ঢেউ এখনও শেষ হয়নি’, রিভেঞ্জ ট্রাভেল সম্পর্কে সতর্ক করল স্বাস্থ্য মন্ত্রক
সাত জেলায় সম্পূর্ণ লকডাউন জারি করল অসম। ৭ জুলাই থেকে কার্যকর হবে সেই লকডাউন। কবে লকডাউন উঠবে, তা এখনও জানানো হয়নি।
Assam | Total lockdown declared in 7 dists-Goalpara, Golaghat, Jorhat, Lakhimpur, Sonitpur, Biswanath&Morigaon from July 7 till further notice. Round the clock curfew; commercial setups, restaurants, shops remain shut. Ban on public & pvt transport. Inter-state movement suspended pic.twitter.com/tM8N4szkuz
— ANI (@ANI) July 6, 2021
যাত্রীবাহী বিমানের আসন সংখ্যা বাড়াল কেন্দ্র। করোনা (COVID 19) আবহে সংক্রমণ রুখতে আসন সংখ্যা সীমিত করেছিল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত ৫০ শতাংশ আসন ফাঁকা রেখেই উড়ছিল বিমান। তবে এ বার আসন সংখ্যা ৬৫ শতাংশ করার নির্দেশ দিয়েছে কেন্দ্র। করোনার প্রথম ঢেউয়ের পরে আনলকের সময় বেড়েছিল বিমানের আসন সংখ্যা। ৩১ মে পর্যন্ত ৮০ শতাংশ আসনেই উড়েছিল বিমান।
বিস্তারিত পড়ুন: ৬৫ শতাংশ যাত্রী নিয়ে উড়বে বিমান, নয়া নির্দেশিকা কেন্দ্রের
দেশে তৃতীয় ঢেউ (Third Wave) অনিবার্য। চিকিৎসক, বিশেষজ্ঞরা জানিয়েছেন, অক্টোবর-নভেম্বরের মাঝামাঝি আছড়ে পড়তে পারে তৃতীয় ঢেউ। মারণ ভাইরাসের এই ঢেউ রুখতে দেশের একমাত্র ভরসা টিকাকরণ। যত তাড়াতাড়ি সম্ভব টিকাকরণের মাধ্যমে দেশের বড় অংশের মানুষের শরীরে প্রতিরোধ গড়ে তুলতে পারলে তবেই ভয়াবহতা এড়ান যাবে।
বিস্তারিত পড়ুন: তৃতীয় ঢেউ আটকাতে প্রয়োজন দৈনিক ৮৬ লক্ষ টিকাকরণ, কোথায় দাঁড়িয়ে দেশ?