Covid Bulletin: কলকাতায় কমল মৃত্যু, রাজ্যের দৈনিক সংক্রমণও নিম্নমুখী

Covid Bulletin: দৈনিক সংক্রমণ কমলেও মৃতের সংখ্যা কমছে না রাজ্যে। ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। কলকাতায় মৃত ৯।

Covid Bulletin: কলকাতায় কমল মৃত্যু, রাজ্যের দৈনিক সংক্রমণও নিম্নমুখী
ফের কমল দৈনিক সংক্রমণ। ছবি:PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jan 20, 2022 | 10:16 PM

কলকাতা: রাজ্যে দৈনিক সংক্রমণ ফের কমল। রাজ্য স্বাস্থ্য দফতরের বৃহস্পতিবারের বুলেটিন অনুযায়ী, দৈনিক সংক্রমণ ১০ হাজার ৯৫৯। মঙ্গলবার এই দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১ হাজারের কিছু বেশি। তবে গত কয়েকদিনে মৃত্যু নিয়ে উদ্বেগ বেড়েছে বিশেষজ্ঞদের। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ৩৭।

তবে বুধবারের করোনা বুলেটিন অনুযায়ী, কলকাতায় মৃত্য়ু হয়েছিল ১৪ জনের। বৃহস্পতিবার সেই সংখ্যাটা কমে হয়েছে ৯। তবে সংক্রমণের নিরিখে কলকাতা এখনও সবার ওপরে রয়েছে। শেষ ২৪ ঘণ্টায় কলকাতায় ২ হাজার ১৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরপরই উদ্বেগজনক পরিস্থিতি উত্তর ২৪ পরগনায়। বৃহস্পতিবারের রিপোর্ট অনুযায়ী ২৪ ঘণ্টায় সেই জেলায় ১৪ জনের মৃত্যু হয়েছে করোনায়। তবে পজিটিভিটি রেট আরও কিছুটা কমেছে। ১৬.৯৮ শতাংশ থেকে নেমে এ দিন সেই হার হয়েছে, ১৬.২৭ শতাংশ।

কোন জেলায় কত আক্রান্ত একনজরে

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৭ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।

দার্জিলিং– গতকাল আক্রান্ত ৪৩৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪০৪ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ১।

কালিম্পং– গতকাল আক্রান্ত ২৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৪৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৬০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৩৯ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার- ০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ২৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮১ জন। মৃত্যু: বুধবার-১, বৃহস্পতিবার- ০।

মালদহ– গতকাল আক্রান্ত ৩৮৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৮০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫০৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ১।

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২৫১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৭২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৪১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৬৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৭০ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ১।

বীরভূম– গতকাল আক্রান্ত ৬০৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭০০ জন। মৃত্যু: বুধবার- ২, বৃহস্পতিবার- ০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ২৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১৫ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ১।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ৯১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৩৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৭১ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ১।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৪ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার- ০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৩৩ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ২।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৪১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৯৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮১৬ জন। মৃত্যু: বুধবার-০, বৃহস্পতিবার- ৪।

হাওড়া– গতকাল আক্রান্ত ৫১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫১৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১০৫ জন। মৃত্যু: বুধবার-৩, বৃহস্পতিবার- ০।

হুগলি– গতকাল আক্রান্ত ৫৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯৩১ জন। মৃত্যু: বুধবার-৩, বৃহস্পতিবার- ২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৭৯৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২৯৯ জন। মৃত্যু: বুধবার-৮, বৃহস্পতিবার- ১৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৮৮৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৫০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১০৫ জন। মৃত্যু: বুধবার-২, বৃহস্পতিবার- ১।

কলকাতা– গতকাল আক্রান্ত ২১৫৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৫৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৩১৪ জন। মৃত্যু: বুধবার-১৪, বৃহস্পতিবার- ৯।

আরও পড়ুন: Covid Test: বাড়িতে টেস্ট-কিটে করোনা পরীক্ষা করলে হতে পারে সমস্যা, বার্তা পুরনিগমের