Bangladeshi Model: ভিসার মেয়াদ শেষেও কেন ভারতে ছিলেন? বাংলাদেশি মডেলের উদ্দেশ্য খুঁজছে পুলিশ
Bangladeshi Model: সরকারি আইনজীবী এদিন আদালতে বলেন, বাংলাদেশি এই মডেল কেন ভারতে এসেছিলেন, তা জানা দরকার। ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কোন উদ্দেশ্যে তিনি ভারতে ছিলেন, সেটা নিয়ে তদন্ত চলছে। এই পর্যায়ে জামিন পেলে তদন্ত বাধার মুখে পড়বে।

কলকাতা: বাংলাদেশের নাগরিক। ভিসার মেয়াদ শেষের পরও ভারতে থাকছিলেন। এমনকি, ভারতের আধার কার্ড-সহ নানা নথি বানিয়ে ফেলেছিলেন। বাংলাদেশি সেই মডেল শান্তা পালের জামিনের আবেদন শুক্রবার খারিজ করল নিম্ন আদালত। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিলেন ব্যাঙ্কশাল আদালতের বিচারক।
গত কয়েকবছর ধরে যাদবপুরের কাছে বিক্রমগড়ে থাকছিলেন তিনি। গত ২৮ জুলাই তাঁকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ৮ অগস্ট পর্যন্ত তাঁকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিল আদালত। পুলিশ হেফাজত শেষে শুক্রবার বাংলাদেশি এই মডেলকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হয়।
সরকারি আইনজীবী এদিন আদালতে বলেন, বাংলাদেশি এই মডেল কেন ভারতে এসেছিলেন, তা জানা দরকার। ভিসা ও পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরেও কোন উদ্দেশ্যে তিনি ভারতে ছিলেন, সেটা নিয়ে তদন্ত চলছে। এই পর্যায়ে জামিন পেলে তদন্ত বাধার মুখে পড়বে। তাই ১৪ দিনের জন্য জেলে হেফাজতে পাঠানোর আর্জি জানান সরকারি আইনজীবী।
তদন্তকারী অফিসার বিচারককে জানান, শান্তার কাছ থেকে পাওয়া আধার কার্ড, ভোটার কার্ড সম্পর্কে তথ্য চেয়ে পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দফতরের কাছে। সেই রিপোর্ট এখনও হাতে আসেনি। তবে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (FRRO) আংশিক রিপোর্ট পাঠিয়ে জানিয়েছে, শান্তার ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। সব পক্ষের বক্তব্য শুনে বিচারক শান্তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

