Covid Death: ফের চোখ রাঙাচ্ছে কোভিড? দু-দিনে শহরে করোনা আক্রান্ত হয়ে মৃত ২

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Feb 11, 2023 | 9:36 PM

ইদানিংকালে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফের জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। এটা কোভিড ভাইরাসের নয়া প্রজাতির প্রভাব বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

Covid Death: ফের চোখ রাঙাচ্ছে কোভিড? দু-দিনে শহরে করোনা আক্রান্ত হয়ে মৃত ২
ফের করোনা আতঙ্ক বাড়ছে।

Follow Us

কলকাতা: বর্তমানে কোভিড পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। কোভিড-আতঙ্ক কাটিয়ে আবার আগের মতো মাস্ক ছাড়া সাধারণ জীবনযাপন শুরু করেছে রাজ্য তথা সারা দেশের মানুষ। কিন্তু, ফের রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু ঘটল। যার মধ্যে একজন শিশু এবং একজন বয়স্ক মহিলা। দু-দিনের মধ্যেই এই দুজনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিককালে রাজ্যে কোভিডে এই দুটি প্রথম মৃত্যু বলে স্বাস্থ্য দফতর সূত্রে খবর। ফলে রাজ্যে ফের মাথাচাড়া দিয়ে উঠছে কোভিড-আতঙ্ক।

জানা গিয়েছে, মৃত দুজনের মধ্যে রয়েছে মৃত্যু হয়েছে ৫ বছরের এক শিশুপুত্র এবং ৮১ বছরের এক মহিলার। আদতে বিহারের বাসিন্দা ওই মহিলার নাম প্রমীলা দেবী। আজ, শনিবার বেলেঘাটা আইডি হাসপাতালে মৃত্যু হয়েছে তাঁর। আর গত বৃহস্পতিবার বিসি রায় হাসপাতালে মৃত্যু হয়েছে ৫ বছরের শিশুপুত্রের। লেক টাউনেছিল এবং তার জেরেই তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। বেশ কয়েকদিন ধরে হাসপাতালের ICU-তে চিকিৎসাধীন ছিল শিশুটি। ভেন্টিলেশনে রাখা হয়েছিল। কিন্তু, বাঁচানো যায়নি। অন্যদিকে, প্রমীলা দেবীও কোভিড আক্রান্ত হয়ে বেলেঘাটা হাসপাতালে কয়েকদিন ভর্তি ছিল। এদিন হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

প্রসঙ্গত, মাস কয়েক আগে কোভিড ভাইরাসের নয়া প্রজাতি ওমিক্রন দেশে আতঙ্ক ছড়ালেও রাজ্যে বিশেষ কোনও প্রভাব ফেলেনি। অধিকাংশেরই কোভিড ভ্যাকসিনের ডবল ডোজ এবং বুস্টার ডোজ নিয়ে থাকার ফলে এবারে খুব একটা প্রভাব ফেলেনি কোভিড। কিন্তু, ইদানিংকালে আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফের জ্বর, সর্দি, কাশি, মাথাব্যথায় আক্রান্ত হচ্ছেন অনেকেই। এটা কোভিড ভাইরাসের নয়া প্রজাতির প্রভাব বলে ইতিমধ্যে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাঁদের সেই আশঙ্কা যে অমূলক নয়, তা চলতি সপ্তাহে রাজ্যে কোভিড আক্রান্ত হয়ে পরপর দুজনের মৃত্যুর ঘটনাতেই স্পষ্ট। ফলে রাজ্যে যে ফের কোভিড-আতঙ্ক মাথাচাড়া দিয়ে উঠছে, তা বলা বাহুল্য।

Next Article
Earthquake in Kolkata : কলকাতাতে বড় ভূমিকম্পের আশঙ্কা, ভেঙে পড়তে পারে ভিক্টোরিয়া, ক্ষতির আশঙ্কা দক্ষিণেশ্বরে
Earthquake in Kolkata : কলকাতার নীচে লুকিয়ে ভয়ঙ্কর বিপদ? কেন সরতে পারে পায়ের নীচের মাটি?