কলকাতা : রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ (Fresh Cases of COVID 19 in West Bengal) যে গতিতে বেড়েছিল, এখন সেই গতিতেই ফের নিম্নমুখী হতে শুরু করেছে। রাজ্য স্বাস্থ্য দফতরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৮৫ জন। রবিবার এই সংখ্যা ছিল প্রায় ১৫ হাজার। তবে এতে অতিরিক্ত উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই বলেই মনে করছেন রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ। কারণ, একইসঙ্গে পাল্লা দিয়ে কমেছে রাজ্যে করোনা পরীক্ষাও। রবিবার রাজ্যে নমুনা পরীক্ষা হয়েছিল ৫৩ হাজারেরও বেশি। সোমবারের বুলেটিনে তা কমে এসেছে ৩৫ হাজার ৫০০-এ। বিগত কয়েকদিন ধরেই রাজ্যে নমুনা পরীক্ষা ক্রমেই কমছে। শুক্রবার নমুনা পরীক্ষা হয়েছিল ৭২ হাজারেরও বেশি, শনিবার তা কমে এসেছিল ৬৪ হাজার ৫০০-তে। অর্থাৎ, নমুনা পরীক্ষার হার বাড়লেই ফের সংক্রমণ লাগামছাড়া হওয়ার একটি সম্ভাবনা থেকেই যাচ্ছে। এমনটাই আশঙ্কা করছেন রাজ্যের স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ।
শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। তবে একইসঙ্গে সুস্থও হয়ে উঠছেন অনেকে। রাজ্যের করোনা বুলেটিন অনুযায়ী, ১১ হাজারের বেশি মানুষ করোনামুক্ত হয়েছেন শেষ ২৪ ঘণ্টায়। রাজ্যে বর্তমানে সুস্থতার হার ৯০.৬৩ শতাংশ। রাজ্যের পজিটিভিটি রেটও ধীরে ধীরে কমতে শুরু করেছে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে পজিটিভিটি রেট ২৬.৪৩ শতাংশ। গতকাল এটি ছিল ২৭.৭৩ শতাংশ। শনিবার পজিটিভিটি রেট ছিল ২৯.৫২ শতাংশ এবং বৃহস্পতিবার ছিল ৩১.১৪ শতাংশ।
আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ১২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৯ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
কোচবিহার– গতকাল আক্রান্ত ১২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
দার্জিলিং– গতকাল আক্রান্ত ৫৯৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
কালিম্পং– গতকাল আক্রান্ত ৭৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২১ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ৩০৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১৩ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-১।
উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ২২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৯০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৩ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-১।
দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ১৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৬ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
মালদহ– গতকাল আক্রান্ত ৫৮৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৭৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ২০৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৩ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-১।
নদিয়া– গতকাল আক্রান্ত ৫৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩২১ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-২।
বীরভূম– গতকাল আক্রান্ত ৭৭৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৬৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪১৫ জন। মৃত্যু: রবিবার-৩, সোমবার-০।
পুরুলিয়া– গতকাল আক্রান্ত ১৫৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১২৪ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২৭১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৬২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ১৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১০১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৮৫ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-০।
পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ৩৪৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২২২ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-০।
পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৩৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৯৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১০৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।
পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ৫৯৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫৮ জন। মৃত্যু: রবিবার-২, সোমবার-০।
পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৬৩৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫২৭ জন। মৃত্যু: রবিবার-০, সোমবার-১।
হাওড়া– গতকাল আক্রান্ত ৬৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৭২৭ জন। মৃত্যু: রবিবার-৪, সোমবার-৫।
হুগলি– গতকাল আক্রান্ত ৭৪৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫৫২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮৪ জন। মৃত্যু: রবিবার-১, সোমবার-১।
উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ২৫৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৬৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০৭৭ জন। মৃত্যু: রবিবার-৫, সোমবার-১১।
দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ১০২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪০৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৬২ জন। মৃত্যু: রবিবার-৩, সোমবার-২।
কলকাতা– গতকাল আক্রান্ত ৩৮৯৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৫৪৬ জন। মৃত্যু: রবিবার-১২, সোমবার-৭।
আরও পড়ুন : Gym Reopening : মঙ্গল থেকেই খুলছে জিম, রাজ্যে আরও শিথিল করোনার কড়াকড়ি