কোভিড বিপর্যস্ত রাজ্যগুলি থেকে বঙ্গে আসতে বাধ্যতামূলক করোনা নেগেটিভ রিপোর্ট

ঋদ্ধীশ দত্ত |

Apr 23, 2021 | 8:05 PM

একাধিক রাজ্য থেকে আসা যাত্রীদের জন্য আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করল রাজ্য সরকার।

কোভিড বিপর্যস্ত রাজ্যগুলি থেকে বঙ্গে আসতে বাধ্যতামূলক করোনা নেগেটিভ রিপোর্ট
ছবি-টুইটার

Follow Us

কলকাতা: রাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনার সংক্রমণ। বৃহস্পতিবার প্রায় ১২ হাজার ছুঁয়ে ফেলেছে দৈনিক আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় একাধিক রাজ্য থেকে আসা যাত্রীদের জন্য আরটিপিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করল রাজ্য সরকার। বিমান পথে আসার ক্ষেত্রে এই রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে বেশ কয়েকটি রাজ্যের ক্ষেত্রে যেখানকার করোনা পরিস্থিতি  উদ্বেগজনক অবস্থায় পৌঁছে গিয়েছে।

নবান্নের তরফে এ দিন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে এই কথা। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রককেও বিষয়টি চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে রাজ্য সরকার। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে সমস্ত বিমান যাত্রীরা উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, গুজরাট এবং ছত্তীসগঢ় থেকে এ রাজ্যে আসবেন, তাঁদের আরটিপিআর নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক। আগামী ২৬ এপ্রিল বেলা ১২ টা থেকে কার্যকর হচ্ছে এই নিয়ম।

আরও পড়ুন: ঘরেও পরতে হবে মাস্ক! রোগীর কেমন অবস্থায় নেবেন কী ব্যবস্থা? জারি নতুন গাইডলাইন

রাজ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানে সওয়ার হওয়ার কমপক্ষে ৭২ ঘণ্টার আগের নেগেটিভ রিপোর্ট সঙ্গে রাখতে হবে। যদি কারোর রিপোর্ট পজিটিভ থাকে, সে ক্ষেত্রে বিমানে চাপতে দেওয়া হবে না। প্রসঙ্গত, এর আগে মহারাষ্ট্র, কেরল, কর্নাটক তেলেঙ্গানা থেকে বিমানে আসা যাত্রীদের ক্ষেত্রেও এখই নিয়ম কার্যকর করা হয়েছিল। এ বার করোনায় বিপর্যস্ত বাকি রাজ্যগুলির ক্ষেত্রেও সেই নিয়ম জারি করা হল।

আরও পড়ুন: দৈনিক মৃত্যুতেও রেকর্ড, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩ লাখ ৩২ হাজার, মৃত্যু ২২৬৩ জনের

Next Article