Corona Update: টানা তিন দিন করোনা আক্রান্তের সংখ্যা ৮০০-র ওপরে, ২৪ ঘণ্টায় মৃত ১২

Corona in Kolkata: পুজোর পর থেকেই করোনা নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। একাধিক সেফ হোম খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুরসভা।

Corona Update: টানা তিন দিন করোনা আক্রান্তের সংখ্যা ৮০০-র ওপরে, ২৪ ঘণ্টায় মৃত ১২
কেরলে বাড়ছে ওমিক্রন আক্রান্তও। ফাইল ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2021 | 9:14 PM

কলকাতা: আবারও চোখ রাঙাচ্ছে করোনা (Coronavirus)। যদিও এখনও পর্যন্ত বিশেষজ্ঞরা তৃতীয় ঢেউয়ের (Third Wave) ইঙ্গিত দিচ্ছেন না, তবে এ রাজ্যে পরিস্থিতিতে যে আশঙ্কার মেঘ তৈরি হচ্ছে, তা দৈনিক সংক্রমণের রিপোর্ট থেকে স্পষ্ট। শুক্রবারের বুলেটিন (Covid Bulletin) অনুযায়ী, ফের দৈনিক সংক্রমণ ৮০০-র ওপরে। এই নিয়ে টানা তিন দিন ৮০০ পার করল করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৮৪৬ জন। এর আগে বৃহস্পতিবার ও বুধবার এই আক্রান্তের সংখ্যা ছিল যথাক্রমে ৮৩৩ ও ৮৬৭।

জুলাই মাসের শেষের দিক থেকেই দৈনিক আক্রান্তের সংখ্যা ৮০০-র নীচে নামতে শুরু করে। এবার ফের চোখ রাঙাচ্ছে সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১২। শুধুমাত্র কলকাতাতেই মৃত্যু হয়েছে ৩ জনের। পাশাপাশি দুই ২৪ পরগনার ছবিটাও আশঙ্কার।

তবে পজিটিভিটি রেট কিছুটা কমেছে। গতকাল পজিটিভিটি রেট ছিল ২.৫২ শতাংশ। আজ সেটা কিছুটা কমে হয়েছে ২.১০ শতাংশ। তবে গতকালের তুলনায় বেড়েছে সংক্রমণ।

এক নজরে দেখে নিন কোন জেলায় কত সংক্রমণ

আলিপুরদুয়ার– গতকাল আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

কোচবিহার– গতকাল আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত জন ১১। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০

দার্জিলিং– গতকাল আক্রান্ত ২৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৮ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৩৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

কালিম্পং– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

জলপাইগুড়ি– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৯। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

উত্তর দিনাজপুর– গতকাল আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু:বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

দক্ষিণ দিনাজপুর- গতকাল আক্রান্ত ৮ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৪ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

মালদহ– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

অলংকরণ- অভীক দেবনাথ

মুর্শিদাবাদ– গতকাল আক্রান্ত ৬ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

নদিয়া– গতকাল আক্রান্ত ৪১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪১ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৪৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার- ১।

বীরভূম– গতকাল আক্রান্ত ১০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

পুরুলিয়া– গতকাল আক্রান্ত ৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২ জন। মৃত্যু: মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

বাঁকুড়া– গতকাল আক্রান্ত ২২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

ঝাড়গ্রাম– গতকাল আক্রান্ত ২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

পশ্চিম মেদিনীপুর– গতকাল আক্রান্ত ২১ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪ জন, শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

পূর্ব মেদিনীপুর– গতকাল আক্রান্ত ১৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২৫ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

পূর্ব বর্ধমান– গতকাল আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৫ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ২০ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ১।

পশ্চিম বর্ধমান– গতকাল আক্রান্ত ৩০ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৭ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

হাওড়া– গতকাল আক্রান্ত ৬৫ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭০ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬১ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ০।

হুগলি– গতকাল আক্রান্ত ৮২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৯ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৬৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-০, শুক্রবার- ২।

উত্তর ২৪ পরগনা- গতকাল আক্রান্ত ১৪৩ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ১১৬ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৩৩ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৭, শুক্রবার- ৪।

দক্ষিণ ২৪ পরগনা– গতকাল আক্রান্ত ৬৯ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ৮৪ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ৫৮ জন। মৃত্যু: বৃহস্পতিবার-১, শুক্রবার- ১।

কলকাতা– গতকাল আক্রান্ত ২৩২ জন। শেষ ২৪ ঘণ্টায় আক্রান্ত ২৪২ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ ১৮৯ জন। মৃত্যু: বৃহস্পতিবার-৫, শুক্রবার- ৩।

: