Vaccination in Duare Sarkar: নতুন বছরে ‘দুয়ারে স্বাস্থ্য’! দুয়ারে সরকার ক্যাম্পেই মিলবে টিকা
Vaccination in Duare Sarkar: শুধু করোনার টিকাকরণ নয়, দুয়ারে সরকারের ক্যাম্পে স্বাস্থ্য সংক্রান্ত একাধিক পরিষেবা দেওয়া হবে।
কলকাতা : রাজ্য সরকারি প্রকল্প সংক্রান্ত পরিষেবা যাতে মানুষের কাছে সহজেই পৌঁছে যায়, সেই উদ্দেশ্যেই ‘দুয়ারে সরকার’ ক্যাম্প চালু করার উদ্যোগ নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা নির্বাচনের পর রাজ্যে সে সব ক্যাম্প চালুও হয়েছে ইতিমধ্যেই। সেই সব ক্যাম্পেই এবার যাতে করোনার টিকা দেওয়া সম্ভব হয়, সেই নির্দেশিকাই দিল স্বাস্থ্য দফতর। শুধু টিকা নয়, স্বাস্থ্য সংক্রান্ত একাধিক পরিষেবা দেওয়া হবে বলে জানা গিয়েছে।
করোনা টিকা থেকে ক্যানসার চিহ্নিতকরণ
যেহেতু দুয়ারে সরকার ক্যাম্পের উদ্যোগে মানুষের সাড়া পাওয়া গিয়েছে, তাই এবার সেই ক্যাম্পেই টিকাকরণের কথা ভাবছে রাজ্য সরকার। মঙ্গলবার এই সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য দফতরের তরফে। সেখানে উল্লেখ করা হয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পগুলিতে স্বাস্থ্য সংক্রান্ত পরিষেবা দেওয়ার উদ্যোগ নিতে জেলা প্রশাসনকে।
কার্যত ‘দুয়ারে স্বাস্থ্য’পরিষেবা চালু করতে চলেছে রাজ্য। দ্বিতীয় ডোজের টিকাকরণে গতি আনতেই দুয়ারে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এ ছাড়া, ৩০-এর বেশি বয়সী ব্যক্তিরা উচ্চ রক্তচাপ, ডায়াবিটিস, মুখের ক্যানসারে আক্রান্ত কি না, তা পরীক্ষা করার জন্য চিকিৎসক থাকবেন ক্যাম্পে। যে কোনও বয়সী ব্যক্তি বা মহিলাদের দৃষ্টিশক্তি পরীক্ষা করা হবে। টিবি বা টিউবারকিউলোসিসের উপসর্গ থাকলে, সংশ্লিষ্ট ব্যক্তির শারীরিক পরীক্ষা করার ব্যবস্থাও থাকবে। নতুন বছরের জানুয়ারি মাস থেকেই এই সব পরিষেবা দেওয়ার কথা বলা হয়েছে।
ঘরে ঘরে গিয়ে টিকা দেওয়ার উদ্যোগ আগেই নিয়েছে কেন্দ্র
কেন্দ্রের তরফ থেকে বাড়ি বাড়ি পৌঁছে টিকা দেওয়ার উদ্যোগ আগেই নেওয়া হয়েছে। “হর ঘর দস্তক” নামে ওই কর্মসূচি চালু হয়েছে দেশ জুড়ে। “হর ঘর দস্তক” নামক যে বিশাল টিকাকরণ কর্মসূচির সূচনা করা হয়েছে, তার অধীনে স্বাস্থ্যকর্মীরা বর্তমানে প্রতিটি পাড়ায়, প্রতিটি বাড়িতে পৌঁছে যাচ্ছেন সচেতনতা বৃদ্ধি ও টিকাকরণের জন্য।
আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেও নয়া বিধি রাজ্যের
ওমিক্রনের বাড়বাড়ন্তের কথা মাথায় রেখে আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রেও নয়া বিধি জারি করেছে রাজ্য। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে বাধ্যতামূলক আরটিপিসিআর (RTPCR) পরীক্ষা। বিদেশ ফেরত উড়ান যাত্রীদের নমুনা পরীক্ষা করতেই হবে। বিমানবন্দরে নমুনা পরীক্ষার পর ফের ৮ দিনের মাথায় নতুন করে আরটিপিসিআর পরীক্ষা করতে হবে। সেই নির্দেশ যাবে সংশ্লিষ্ট পুরসভা মারফত। যদি ৮ দিনের মাথায় নমুনা পরীক্ষার পরেও রিপোর্ট পজিটিভ না আসে তবে ফের ১৪ দিনের জন্য একান্তবাসে বাধ্যতামূলকভাবে থাকতে হবে। তারপর ফের ওই যাত্রীর নমুনা পরীক্ষা হবে। তবে, আট দিনের দিন দ্বিতীয়বার পরীক্ষায় রিপোর্ট পজিটিভ এলে সেই নমুনা জিনোম সিকোয়েন্সে পাঠাতে হবে। কিংবা কোনও উপসর্গ দেখা দিলে তৎক্ষণাৎ নমুনা পরীক্ষার নির্দেশ দেওয়া হয়েছে। ইতিমধ্যেই রাজ্যে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১১।