Madan Mitra: ‘তৃণমূলের ভিতর কিলবিল করছে সিপিএম’, গণপিটুনি নিয়ে ব্যাখ্যা মদনের
Madan Mitra: ২০১১ সাল থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে তৃণমূল। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২৯টি পেয়েছে ঘাসফুল শিবির। সংগঠন বৃদ্ধির পাশাপাশি দলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। গণপিটুনি, মারধরের ঘটনায় তৃণমূলের যোগ নিয়ে মুখ খুললেন 'কালারফুল' মদন।
কলকাতা: তিনি বিধায়ক। সিনেমায় অভিনয় করেছেন। গানও গেয়েছেন। ৬৯ বছর বয়সে আজও কালারফুল। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা উঠলেই তাঁর গলায় সম্ভ্রম ঝরে পড়ে। কিন্তু, কোনও ইস্যুতে নিজের মনের কথা বলতে কুণ্ঠা বোধ করেন না কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। টিভি৯ বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এবার তৃণমূলে বেনোজল নিয়ে মুখ খুললেন। টেনে আনলেন সিপিএমের প্রসঙ্গ।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী মদন। তৃণমূলের কঠিন সময় দেখেছেন। ২০০৪ সালে লোকসভা নির্বাচনে রাজ্য থেকে মাত্র একটি লোকসভা আসনে জিতেছিল তৃণমূল। ২০০৬ সালের বিধানসভা নির্বাচনে পেয়েছিল ৩০টি আসন। সেইসময় মমতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়ে গেছেন মদন। আর ২০১১ সালে রাজ্যে পালাবদলের সময় কামারহাটি বিধানসভা আসনে তিনি জয়ী হন। তারপর এই ১৩ বছরে কলেবরে অনেক বেড়েছে তৃণমূল কংগ্রেস। ২০১১ সাল থেকে রাজ্যে ক্ষমতায় রয়েছে তারা। সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসনের মধ্যে ২৯টি পেয়েছে ঘাসফুল শিবির। সংগঠন বৃদ্ধির পাশাপাশি দলের বিরুদ্ধে নানা অভিযোগ উঠছে। গণপিটুনি, মারধরের ঘটনায় তৃণমূলের যোগ নিয়ে মুখ খুললেন ‘কালারফুল’ মদন।
মারধর, গণপিটুনির প্রসঙ্গ টেনে টিভি৯ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে মদন বলেন, “সিপিএমের থেকে বোধহয় শিক্ষা নিয়েছে আমাদের ছেলেরা। যদি ওরা আদৌ তৃণমূল হয়। আগে আমাদের কাছে গণ বলতে ছিল গণতন্ত্র। পরে যত গণ ছিল-গণপিটুনি, গণলুট, গণডাকাতি, গণধর্ষণ-এগুলো ৩৪ বছরে আমদানি করেছে সিপিএম।”
এরপরই তিনি বলেন, “মুখ্যমন্ত্রী চেষ্টা করছেন। তিনি বলছেন, কাউকে রেয়াত করব না। কিন্তু, যদি সর্ষের মধ্যে ভূত ঢুকে যায়, মুখ্যমন্ত্রী কী করবেন। ঝেড়ে বাছাই করতে হবে দলটাকে। দেখবেন এই সবে যুক্তদের ব্যাকগ্রাউন্ড সিপিএম, বিজেপি। বিজেপি, সিপিএম হয়ে এখন তৃণমূলে মাথা গুঁজে গোটা গায়ের নোংরাটা তৃণমূলের গায়ে লেপে দিচ্ছে। তৃণমূলের ভিতর সিপিএম কিলবিল করছে। তৃণমূলের মধ্যে বসে সিপিএমের ছেলেরা নোংরামো করছে। এব্যাপারে কড়া পদক্ষেপ করা উচিত।”
নিজের সম্পর্কে মদন বলেন, “আমার জামাও যেমন পরিষ্কার-সাদা, তেমনই আমার মনটা।” তিনিও কোনওদিন আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করলেন। নিজের কথা বলতে গিয়ে টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। প্রশংসায় ভরিয়ে দিলেন দলের সুপ্রিমোকে। আর বললেন, “আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব থাকতে থাকতেই যেন মরে যাই। না হলে আমাদেরও পিটিয়ে মারবে।”