AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Geeta Path 2025 Live: ভোটের আগে ‘ধর্মযুদ্ধে’ ফুটছে বঙ্গ রাজনীতি, ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠে ব্রিগেডে থাকছেন শুভেন্দু-সুকান্ত-শমীক

| Updated on: Dec 07, 2025 | 10:33 AM
Share

Geeta Path Updates: প্রধান আয়োজক স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক) মহারাজ। তাঁর সঙ্গেই মঞ্চে থাকার কথা নির্গুনানন্দ ব্রহ্মচারী, বন্ধুগৌরব দাস মহারাজেরও। বিভিন্ন রাজ্য তথা সর্বভারতীয় ক্ষেত্রে সাধুসন্তরা থাকবেন মূল মঞ্চে। আর দুটি মঞ্চে থাকবেন পশ্চিমবঙ্গের সাধুসন্তরা।

Geeta Path 2025 Live: ভোটের আগে 'ধর্মযুদ্ধে' ফুটছে বঙ্গ রাজনীতি, ৫ লক্ষ কণ্ঠে গীতাপাঠে ব্রিগেডে থাকছেন শুভেন্দু-সুকান্ত-শমীক
Image Credit: TV 9 Bangla

LIVE NEWS & UPDATES

  • 07 Dec 2025 08:36 AM (IST)

    চলছে স্পেশ্যাল ট্রেন

    ব্রিগেডমুখী সনাতনীদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে পূর্ব রেল। শিয়ালদহ ও হাওড়া শাখায় চলছে বিশেষ ট্রেন। কৃষ্ণনগর, শান্তিপুর, বনগাঁ, হাসনাবাদ থেকে চলছে বিশেষ ট্রেন। লক্ষ্মীকান্তপুর, ডায়মন্ড হারবার ও ক্যানিং থেকেও চলছে বিশেষ ট্রেন। 

  • 07 Dec 2025 08:35 AM (IST)

    থাকছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা

    মঞ্চের নিচে সোফায় বসবেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা। তারপরে চেয়ার থাকবে লাল রড আয়রনের। সেখানেও ভিআইপিরা থাকবেন।

  • 07 Dec 2025 08:35 AM (IST)

    প্রধান আয়োজকের ভূমিকায় কার্তিক মহারাজ

    প্রধান আয়োজক স্বামী প্রদীপ্তানন্দ (কার্তিক) মহারাজ। তাঁর সঙ্গেই মঞ্চে থাকার কথা নির্গুনানন্দ ব্রহ্মচারী, বন্ধুগৌরব দাস মহারাজেরও। বিভিন্ন রাজ্য তথা সর্বভারতীয় ক্ষেত্রে সাধুসন্তরা থাকবেন মূল মঞ্চে। আর দুটি মঞ্চে থাকবেন পশ্চিমবঙ্গের সাধুসন্তরা।

  • 07 Dec 2025 08:35 AM (IST)

    থাকছেন কে কে?

    সভাপতিত্ব করার কথা গীতা মনীষী মহামণ্ডলের স্বামী জ্ঞানানন্দ জি মহারাজের। প্রধান অতিথি হিসাবে থাকার কথা সাধ্বী ঋতম্ভরা। সম্মানীয় অতিথি হিসাবে থাকছেন বাবা রামদেব।বিশেষ অতিথি বাগেশ্বরধামের পীঠ অধীশ্বর বা ধাম সরকারের ধীরেন্দ্র শাস্ত্রী। 

  • 07 Dec 2025 08:34 AM (IST)

    সাড়ে ১২টা পর্যন্ত চলবে গীতাপাঠ

    গীতার প্রথম, নবম আর অষ্টাদশ অধ্যায় পাঠ করা হবে। গীতাকে মঞ্চে প্রতিষ্ঠা করা হবে। আরতি করা হবে। সাড়ে ১২ টা পর্যন্ত গীতা পাঠ। তারপরে বিশিষ্ট ব্যক্তিদের ভাষণ বা প্রবচন। 

কলকাতা: ভোটমুখী বাংলায় ফের ৫ লক্ষে কণ্ঠে গীতাপাঠ। ভোর থেকেই ভক্তদের ভিড় বাড়ছে ব্রিগেডে। কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। মাঠ জুড়ে ২৫ টি গেট নির্মাণ করা হয়েছে। করা হয়েছে তিনটি মঞ্চ, মূল মঞ্চের পাশে থাকছে আরও দুই মঞ্চ। সামনের একটি মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। থাকছে জায়ান্ট স্ক্রিন। 

Published On - Dec 07,2025 8:32 AM