Weather Update: ডিসেম্বরের শুরুতেই চোখ রাঙাবে ঘূর্ণিঝড় মিগজাউম? বাংলার জন্য কতটা ভয়?
Weather Update: মৌসম ভবনের পূর্বাভাস বলছে, আগামী ৪ থেকে ৫ দিন বঙ্গের আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে। বৃষ্টির বিশেষ কোনও পূর্বাভাস নেই। সকালের দিকে কলকাতায় শীতের আমেজ বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ঘোরাফেরা করবে।
কলকাতা: দক্ষিণ আন্দামান সাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে সেটিও আরও শক্তি বাড়াতে শুরু করেছে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী ৩০ নভেম্বর থেকে নিম্নচাপটি উত্তর উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করবে। তারপর তা উত্তর পূর্ব বঙ্গোপসাগরের উপর থাকবে। এর কিছু সময় পরে সেটি দক্ষিণ পশ্চিম দিকে এগোতে শুরু করবে। আগামী ২ ডিসেম্বর ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানা যাচ্ছ। যদিও তারপর তার অভিমুখ কোনদিকে থাকবে তা এখনই বলা সম্ভব নয় বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। কোথায় ল্যান্ডফল করবে সে বিষয়েও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি। তবে বাংলায় এখনই নিম্নচাপের খুব একটা প্রভাব পড়বে না বলেই মনে করা হচ্ছে।
মৌসম ভবনের পূর্বাভাস বলছে আগামী ৪ থেকে ৫ দিন বঙ্গের আবহাওয়া মোটের উপর শুকনোই থাকবে। বৃষ্টির বিশেষ কোনও পূর্বাভাস নেই। সকালের দিকে কলকাতায় শীতের আমেজ বজায় থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোচ্চ তাপমাত্রা ২৮ থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। জেলায় জেলায় তাপমাত্রারও বিশেষ কোনও পরিবর্তনও হবে না। আগামী কয়েকদিনের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।
এদিকে ডিসেম্বরে যে এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কথা রয়েছে তা বাস্তবের রূপ নিলে তার নাম হবে মিগজাউম( Michaung pronunciation – Migjaum)। সূত্রের খবর, মায়ানমার দিয়েছে এই নাম। অন্যদিকে বর্তমানে পুরুলিয়া বাঁকুড়া সহ পশ্চিমের বেশ কিছু জেলায় পারা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে। তবে আগামী কয়েকদিনে তা ফের ১৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে উঠে যাবে। এদিন সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ছিল বলে জানা যাচ্ছে। সোমবার শহরে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.২ ডিগ্রি সেলসিয়াস।