আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় রেমাল। রবিবার মধ্যরাতে সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল করে ঘূর্ণিঝড়। রবিবার দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছিল, তা রাত বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণও আরও বেড়েছে। আজ দিনভরও বৃষ্টি হবে। একাধিক জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আজ নদিয়া-মুর্শিদাবাদে ব্যাপক ঝড়-বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা ও দুই ২৪ পরগণায় অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে।
ঘূর্ণিঝড় আসার আগে থেকেই রাজ্য় জুড়ে শুরু হয় বিদ্যুৎ বিভ্রাট। অন্ধকারে ডুবে যায় রাজ্যের বিস্তীর্ণ অংশ। বিশেষত উপকূলবর্তী অঞ্চলগুলোতে সবথেকে বেশি লোডশেডিং হয়। আর ঝড়ের দাপটে একাধিক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে সাব স্টেশন থেকে শুরু করে বৈদ্যুতিক খুঁটি। রাজ্যে কত ক্ষতি হল? সেই হিসেব দিলেন রাজ্যের বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।
বিস্তারিত পড়ুন: ৩৮০ কিলোমিটার জুড়ে শুধু বিদ্যুতের তারই ছিঁড়ে গিয়েছে, আর কী কী বিপর্যয় ঘটাল ‘রেমাল’
সোশ্যাল হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রশাসনের তৎপরতায় এবারের ঝড়ে প্রাণহানি তুলনামূলকভাবে কম। ঝড়-বৃষ্টির দুর্যোগের মধ্যে যাঁরা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বজনহারাদের আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। পাশাপাশি যাঁদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে, তাঁদেরও পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা।
বিস্তারিত পড়ুন: দুর্যোগে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস মমতার
বজ্রপাতে ঘরের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ। জখম ১। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার অন্তর্গত গাজলডোবা এলাকায়।
হাওয়া অফিস বিকাল ৪টেয় যে সাংবাদিক বৈঠক করেছে, সেখানে জানিয়েছে, আজ দিনভর দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে। তবে রবিবার সর্বোচ্চ সতর্কবার্তা লাল থাকলেও, আজ তা কমলায় নেমেছে। রেড অ্যালার্ট এবার অরেঞ্জ। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে কলকাতা, হুগলি, হাওয়া, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ারে। এই জেলাগুলিতে কমলা সতর্কবার্তা। হলুদ সতর্কবার্তা অর্থাৎ ভারী বৃষ্টি হবে দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, দার্জিলিং, কালিম্পং। তবে আজ পশ্চিমবঙ্গের সব জেলাতে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।
গ্রামবাসীদের মধ্যে রাতভর ছিল ঝড়ের আতঙ্ক। রেমাল আছড়ে পড়ার পরও দুর্যোগ কাটেনি। সকাল থেকে সাগরদ্বীপে চলছে মুষলধারায় বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। দুর্যোগ মাথায় নিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন ভোট কর্মীরা। ঘরে বসেই ভোট দিচ্ছেন গ্রামের ৮৫ বছরের বেশি বয়সি এবং বিশেষ ভাবে সক্ষম ভোটাররা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে জল কাদা পেরিয়ে বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছেন ভোট কর্মীরা। দুর্যোগের আতঙ্কের মধ্যেও ঘরে বসে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারায় খুশি ভোটাররা।
পুরসভার নথি অনুযায়ী সব থেকে বেশি বৃষ্টিপাত হয়েছে কলকাতার বালিগঞ্জ পাম্পিং স্টেশন এলাকায়। বেহালা ফ্লাইং ক্লাব এলাকায় এবং সিপিটি ক্যানাল এলাকায় বৃষ্টির পরিমাণ সর্বাধিক। বাকি এলাকাগুলিতেও বৃষ্টিপাতের পরিমাণ কম নয়। তবে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান এই তিনটি নিকাশি পাম্পিং স্টেশন এলাকার। নথি অনুযায়ী ২১ টি পাম্পিং স্টেশন এলাকায় গড়ে বৃষ্টিপাত হয়েছে ১৩১.৩৪৮ মিমি। মোট বৃষ্টিপাত হয়েছে ২৭৫৮.৩০ মিমি।
রবিবার রাতের পর সোমবার সে সামান্য কিছু শক্তি কমিয়ে তীব্র ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। উপকূল থেকে এখনও বেশি ভিতরে ঢোকেনি। যত স্থলভাগের ভিতরে ঢুকবে তত জলীয় বাষ্পের জোগান কমবে। কারণ, বঙ্গোপসাগরের জল থেকে নেওয়া জলীয় বাষ্পেই যে কোনও ঘূর্ণিঝড়ের এত দমক হয়। তাই এক দফা শক্তি কমেছে রেমালের। তীব্র ঘূর্ণিঝড় ছিল প্রবেশের সময়, এখন তা সাধারণ ঘূর্ণিঝড় হয়েছে মাত্র। সবিস্তারে পড়ুন: খুব ধীরে সরছে রেমাল, তীব্র ঘূর্ণিঝড় থেকে সবে এখন ঘূর্ণিঝড়! পিকচার অভি বাকি হ্যয়
আমপান বনাম রেমালের হেব্বি টক্কর চলেছে। আমপানের ভয়াল স্মৃতি বুকে নিয়ে রবিবার রাতভর প্রমাদ গুনেছে বঙ্গবাসী। তবে শেষমেশ এগিয়ে রইল আমপানই। ঝড়ের গতিবেগ থেকে বৃষ্টির মিলিমিটার, রেমাল পিছিয়ে। সবিস্তারে পড়ুন: কে কাকে টেক্কা দিল এবার? রইল আমপান-রেমালের ‘স্কোর কার্ড’
তছনছ নদী বাঁধ, হু হু করে ঢুকছে জল। বাংলাদেশে রেমালের ভয়ঙ্কর তাণ্ডব। পশ্চিমবঙ্গের থেকেও ঘূর্ণিঝড়ের বেশি দাপট দেখা গেল বাংলাদেশে। ঝড়বৃষ্টিতে এখনও পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। তবে সোমবার সকালে প্রবল ঘূর্ণিঝড় শক্তি হারিয়ে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
বিস্তারিত পড়ুন: ভাঙল বাঁধ, ১১ ঘণ্টা ধরে অন্ধকারে যশোর, বাংলাদেশে রেমলের তাণ্ডবে মৃত ৩
৫ ঘণ্টা পর চালু হল মেট্রো পরিষেবা। পার্ক স্ট্রিট ও এসপ্লানেডের মাঝে মেট্রো স্টেশনে ঢুকে গিয়েছিল জল। এর জেরে সকাল থেকেই এই অংশে বন্ধ ছিল মেট্রো পরিষেবা। পড়ুন: সব স্তব্ধ করে ছাড়বে নাকি? মেট্রো স্টেশন তো পুকুর! ঠোক্কর খাচ্ছে পরিষেবা
ঘূর্ণিঝড় রেমালের কারণে রাতভর বৃষ্টিতে হাঁটু জল ভিআইপি রোডে। গতকাল রাতে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় রেমাল। তার জেরে রাতভর বৃষ্টিপাত হয় শহর কলকাতা সহ আশপাশের বিভিন্ন অঞ্চলে। রাতভর বৃষ্টিপাতের জেরে হাঁটু সমান জল ভি আই পি রোডে। যার ফলে যান চলাচল বিঘ্নিত হচ্ছে। ভিআইপি রোডের হলদিরামে সন্নিকট অঞ্চলে জমেছে জল।
যাদবপুরে ১০৬ ওয়ার্ডের হালতুতে গাছ ভেঙে পড়েছে, বিপজ্জনকভাবে উপড়ে গেছে ল্যাম্পপোস্ট। এলাকা পরিদর্শনে যান সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য।
বালিগঞ্জ প্লেসে একটি প্রকাণ্ড বট গাছ উপড়ে যায়। গাছ উপড়ে গিয়ে পড়ে পাঠভবন স্কুলে। শিকড় উপড়ে যাওয়ায় ফুটপাথ ভেঙে যায়। সংলগ্ন বাড়ির দেওয়াল ভেঙে যায়। স্কুলের সামনের অংশে ক্ষয়ক্ষতি হয়।
প্রবল ঝড় বৃষ্টিতে রান্নাঘরের টিনের চালে ভেঙে পড়ে গাছ। মৃত্যু হয় এক বৃদ্ধার। ফ্রেজারগঞ্জের ঘটনা। সবিস্তারে পড়ুন: রেমাল প্রাণ কাড়ল আরও ১ জনের, মৃত্যু বেড়ে ২
ঘূর্ণিঝড় রেমালের দাপটে একাধিক জায়গায় ভেঙে পড়েছে গাছ।
রেমাল শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। উপকূলবর্তী এলাকায় এখনও রেমালের দাপট অব্যাহত। সাগর দ্বীপেও চলছে একটান ভারী বৃষ্টি সঙ্গে প্রবল রয়েছে হওয়ার দাপট।।
ঘূর্ণিঝড় রেমালের দাপট দেখল বাংলা। কলকাতাতেও ঝড়ের তুমুল দাপট। সেই সঙ্গে লাগাতার বৃষ্টি। রাতভর বৃষ্টিতে শহরে জল যন্ত্রণা। জায়গায় জায়গায় জমে গিয়েছে জল। কোথাও গোড়ালি সমান জল, তো কোথাও আবার হাঁটু পার করেছে জমা জল। আজ, সোমবারও দিনভর ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে দুর্যোগ বাড়বে বই কমবে না! কলকাতার মধ্যে জমা জলে সবথেকে ভয়ঙ্কর অবস্থা ক্য়ামাক স্ট্রিটের। সেখানে হাঁটু সমান জল। কোথাও আবার বুক পর্যন্তও জল পৌঁছে যাচ্ছে।
বিস্তারিত পড়ুন: রাস্তা যেন সমুদ্র! কোথাও হাঁটু সমান, কোথাও বুকে উঠছে জল, ক্যামাক স্ট্রিটে ভয়ঙ্কর জলছবি
রাজপুর সোনারপুর পুরসভার একাধিক অঞ্চল বিদ্যুৎহীন। মূলত বিভিন্ন জায়গায় ইলেকট্রিক তারের উপর গাছ পড়ে যাওয়াতেই এই সমস্যা। তাই সকাল থেকেই পৌরসভার কর্মীরা নানান জায়গায় গাছ কাটার কাজ করছেন।
চালু হয়ে গেল সব ট্রেন পরিষেবা। আজ যেসব ট্রেনগুলি বাতিলের কথা বলা হয়েছিল সেগুলি আর বাতিল থাকছে না। পূর্ব রেলের তরফে জানানো হলো হাওড়া এবং শিয়ালদহ শাখায় সব ট্রেন পরিষেবা অন্যান্য দিনের মতোই চালু করা হল। ট্রেন লাইনে মূলত তেমন কোন ধাক্কা এই ঝড়ের কারণে হয়নি। তাই ট্রেন পরিষেবা শুরু করে দিতে বা বাতিল ট্রেনগুলো নতুন চালু করে দিতে কোন সমস্যা হবে না।
ঘূর্ণিঝড় রেমালের জেরে মেট্রো পরিষেবাতেও বিভ্রাট। মেট্রো ট্র্যাকে জল জমার কারণে ব্যাহত পরিষেবা। পার্ক স্ট্রিট ও এসপ্লানেডের মাঝে জল জমায় ব্যাহত মেট্রো পরিষেবা। তবে মেট্রো চলছে দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্ক এবং কবি সুভাষ থেকে টালিগঞ্জ মহানায়ক উত্তর কুমার স্টেশন পর্যন্ত।
নামখানা স্টেশনের কাছে ভেঙে পড়েছে গাছ। এর জেরে সমস্য়া ট্রেন চলাচলে। শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন পরিষেবা। একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। সকাল ৯টা পর্যন্ত কার্যত ট্রেন চলাচল বন্ধ।
অন্যদিকে, রাত থেকেই বৃষ্টি চলছে উত্তরবঙ্গে। আজ, সোমবার পাহাড় ও ডুয়ার্সে লাল-কমলা সতর্কতা জারি করা হয়েছে। অল্প সময়ে বেশি পরিমাণ বৃষ্টিতে পাহাড়ি নদীতে হড়পা বানের আশঙ্কাও তৈরি হয়েছে।
ঘূর্ণিঝড়ের দাপটে আগামী বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস বাংলায়। আজ নদিয়া-মুর্শিদাবাদে ব্যাুপক ঝড়-বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে লাল সতর্কতা। কলকাতা ও দুই ২৪ পরগণায় অতি ভারী বৃষ্টিপাত ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ থেকে দুর্যোগ থেকে কিছুটা রেহাই পাবে দক্ষিণবঙ্গ।
ল্যান্ডফলের পর প্রাথমিকভাবে কিছুটা উত্তর দিকে এগোলেও, তারপর উত্তর-পূর্ব দিকে গতিপথ পরিবর্তন করবে ঘূর্ণিঝড় রেমাল। সোমবার সকালেও ঘূর্ণিঝড় হিসেবে থাকবে সিস্টেম। তারপর অতি গভীর নিম্নচাপ হয়ে ক্রমশ উত্তর-পূর্ব দিকে এগোবে।
ঘূর্ণিঝড় রেমালের দাপটে লাগাতার ঝড়-বৃষ্টি। তার উপরে ভরা কোটাল। প্লাবিত ফ্রেজারগঞ্জ। জল ঢুকেছে নীচু এলাকায়। যে কোনও মুহূর্তেই ভাঙতে পারে বাঁধ। আশঙ্কায় স্থানীয় বাসিন্দারা।
দু’ঘন্টায় ল্যান্ডফল রেমালের। ২৬ মে রবিবার রাত সাড়ে দশটা থেকে ২৭ মে সোমবার রাত সাড়ে বারোটার মধ্যে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ডফল করেছে। বাংলাদেশের খেপুপাড়া ও সাগর আইল্যান্ডের মাঝে মোংলা বন্দরের দক্ষিণ পশ্চিমে ঘূর্ণিঝড় ল্যান্ডফল করেছে। ল্যান্ডফলের সময় এর গতিবেগ ছিল ১৩৫ কিমি প্রতি ঘন্টায়।