Mamata Banerje: ‘এই ঝড়ও আমরা কাটিয়ে উঠব’, দুর্যোগে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস মমতার
Mamata Banerjee: ঝড়-বৃষ্টির দুর্যোগের মধ্যে যাঁরা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বজনহারাদের আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। পাশাপাশি যাঁদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে, তাঁদেরও পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা।
কলকাতা: ঘূর্ণিঝড় রেমাল ভূ-ভাগে আছড়ে পড়েছে গতরাতেই। কিন্তু তার প্রভাব এখনও রয়ে গিয়েছে। কলকাতা ও শহরতলি-সহ দক্ষিণের একাধিক জেলায় সকাল থেকে টানা বৃষ্টি চলছে। সঙ্গে বইছে দমকা বাতাসও। হাওয়া অফিস বলছে, আজ গোটা দিনই এরকম বৃষ্টি চলছে। রেমালের প্রভাবে এই দুর্যোগের মধ্যে ইতিমধ্যেই একাধিক মৃত্যুর খবর উঠে এসেছে। কলকাতা-সহ বিভিন্ন জায়গা থেকে এখনও পর্যন্ত অন্তত ৬ জনের মৃত্যুর খবর এসেছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
নিজের ফেসবুক হ্যান্ডেলে এদিন দুপুরে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘এবারও সাইক্লোন রেমালের প্রভাবে আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হল ও হচ্ছে। কিন্তু সবার উপরে মানুষের জীবন। সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার জীবনহানি তুলনামূলকভাবে অনেক কম।’ ঝড়-বৃষ্টির দুর্যোগের মধ্যে যাঁরা নিজেদের কাছের মানুষকে হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বজনহারাদের আর্থিক সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি। পাশাপাশি যাঁদের ঘরবাড়ি ও ফসলের ক্ষতি হয়েছে, তাঁদেরও পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন মমতা।
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘নিহতদের নিকটজনের হাতে অবিলম্বে আর্থিক সহায়তা পৌঁছাবে। ফসলের ও বাড়িঘরের যা ক্ষয়ক্ষতি হয়েছে, তার ক্ষতিপূরণের বন্টন আইন-মোতাবেক প্রশাসন এখনই দেখে নেবে এবং নির্বাচনের আচরণবিধি উঠে গেলে আমরা এই সব বিষয় আরও গুরুত্ব দিয়ে পুরোটা বিবেচনা করব।’ এখনও পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে থাকা ১৪০০ আশ্রয় শিবিরে দুই লাখ মানুষকে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গ নদীমাতৃক রাজ্য, বঙ্গোপসাগরের উপকূলে। প্রতিবছরই তাই আমাদের নানা প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হতে হয়। এবারো সাইক্লোন ‘রেমালে’র প্রভাবে আমাদের রাজ্যে প্রচুর ক্ষয়ক্ষতি হল ও হচ্ছে। কিন্তু সবার উপরে মানুষের জীবন। সৌভাগ্যক্রমে এবং অবশ্যই রাজ্য প্রশাসনের তৎপরতায় এবার…
— Mamata Banerjee (@MamataOfficial) May 27, 2024
রাজ্যবাসীকে অভয়বার্তা দিয়ে মমতা লিখেছেন, ‘আমি বিশ্বাস রাখি, সকলের সহযোগিতায় এই ঝড়ও আমরা কাটিয়ে উঠব। আমি জানি, এই দুর্যোগে আপনারা চিন্তিত। আমরাও চিন্তিত। কিন্তু ভয় পাবেন না, চিন্তা করবেন না।’
এদিকে আবার মমতাকে পাল্টা কটাক্ষ করে বিজেপি নেতা অমিত মালব্য দাবি করেছেন, মুখ্যমন্ত্রী বা তাঁর মন্ত্রিসভার সদস্যরা কিছুই করেননি। মাঠে-ময়দানে নেমে মানুষের পাশে দাঁড়াতে যা করার এনডিআরএফ ও বিজেপি নেতারাই করেছে বলে এক্স হ্যান্ডেলে দাবি করেন মালব্য।
West Bengal needs a Chief Minister, who does little more than just post on X. You haven’t stepped out, at all. Neither have any of the WB ministers, and there are several of them from Kolkata, who are part of the cabinet. Mayor of Kolkata is busy defending your comment, defiling… https://t.co/KNUdaoUWk0
— Amit Malviya (मोदी का परिवार) (@amitmalviya) May 27, 2024