শুক্র-শনি ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়, মোদীর আগমনে কর্মসূচিতে কিছুটা বদলের সম্ভাবনা!

May 28, 2021 | 8:52 AM

শুক্রবার থেকেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ইয়াসে (Cyclone Yaas) বিপর্যস্ত রাজ্যের এলাকাগুলি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

শুক্র-শনি ইয়াস বিধ্বস্ত এলাকা পরিদর্শনে মমতা বন্দ্যোপাধ্যায়, মোদীর আগমনে কর্মসূচিতে কিছুটা বদলের সম্ভাবনা!
নবান্নে মমতা

Follow Us

কলকাতা: আজ, শুক্রবার থেকেই পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ইয়াসে (Cyclone Yaas) বিপর্যস্ত রাজ্যের এলাকাগুলি পরিদর্শনে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

শুক্রবারই মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে যাবেন উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ। সেখানে ক্ষয়ক্ষতির খতিয়ান নেওয়ার পাশাপাশি এবং কীভাবে ক্ষতিগ্রস্ত এলাকায় পুনর্বাসন ও ত্রাণ পৌঁছে দেওয়া হবে, তা নিয়ে সন্দেশখালির ধামাখালিতে রিভিউ মিটিং করবেন তিনি৷ তারপর সেখান থেকে যাবেন সাগরে। শেষে দিঘার দুর্গত এলাকা পরিদর্শন করে প্রশাসনিক বৈঠক করবেন বলে কথা রয়েছে তাঁর। তবে প্রধানমন্ত্রী রাজ্যে আসায় পূর্ব নির্ধারিত সেই কর্মসূচিতে কিছুটা বদল আসতে পারে বলে মনে করা হচ্ছে। এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষ করে দিঘায় যেতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সাগর, সন্দেশখালি ও দিঘাতে তাঁর প্রশাসনিক পর্যালোচনামূলক বৈঠক করার কথা রয়েছে। প্রসঙ্গত, শুক্রবারই বাংলা ও ওড়িশার বিপর্যস্ত এলাকাগুলি পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রথমে দিল্লি থেকে ভুবনেশ্বর যাবেন প্রধানমন্ত্রী। সেখানে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের সঙ্গে বৈঠক করার কথা প্রধানমন্ত্রীর। তারপর আকাশপথে বালেশ্বর ও ভদ্রক পরিদর্শন করার কথা রয়েছে তাঁর। এরপর পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠক শেষে তিনি দিঘায় যাবেন। শনিবার তাঁর কলকাতায় ফেরার কথা রয়েছে।

আরও পড়ুন: ইয়াসের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখতে আজ বাংলা-ওড়িশায় প্রধানমন্ত্রী, কুলাইকুণ্ডায় মমতা-মোদী বৈঠক

উল্লেখ্য, ইয়াস মোকাবিলায় রাজ্যকে ৪০০ কোটি টাকা দেওয়ার আশ্বাস দিয়েছে কেন্দ্র। ঘূর্ণিঝড় মোকাবিলায় অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশাকেও ৬০০ কোটি করে দেওয়া হয়েছে। এক্ষেত্রেও কেন্দ্রের বিরুদ্ধে বৈষম্যের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মোদী-মমতা বৈঠকে এই বিষয়টি উঠতে পারে বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।

Next Article
ইয়াস পৌঁছেছে ঝাড়খণ্ডে, তবে আজও বাংলার আকাশ কালো! কোথায় হতে পারে বৃষ্টি?
বাংলায় এল আরও ৫০ হাজার ডোজ় কোভ্যাকসিন, আজই আসছে ২ লক্ষ কোভিশিল্ডও