কলকাতা: শক্তি হারালো ইয়াসের (Cyclone Yaas) প্রভাবে গভীর নিম্নচাপ। ঘূর্ণিঝড় ঝাড়খণ্ড পৌঁছালেও, বাংলার আকাশ আজও কালো। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজও বৃষ্টি হতে পারে কলকাতায় (Kolkata Weather Update)। বেলা গড়ালে কাটতে পারে দুর্যোগ।
এদিকে, বৃষ্টি থামলেও দুর্ভোগ এখনও কাটেনি। কলকাতার একাধিক এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। মুক্তারামবাবু স্ট্রিট এখনও জলমগ্ন। দুর্ভোগের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা।
এদিকে, ঘূর্ণিঝড় ইয়াস ঢুকেছে ঝাড়খণ্ডে। শক্তিক্ষয় হওয়ায় সেটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। পরবর্তী ৬ ঘণ্টায় শক্তি হারিয়ে পরিণত হবে নিম্নচাপে। ইয়াসের রুদ্রমূর্তিতে লণ্ডভণ্ড দীঘা থেকে সুন্দরবন। জলের তলায় দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের উপকূলভাগের বিস্তীর্ণ অংশ।
আরও পড়ুন: ইয়াস মোকাবিলায় মমতার প্রশংসনায় আগেই করেছেন টুইট, এবার ক্ষতি নিয়ে মোদী-মমতার বৈঠকে থাকছেন রাজ্যপাল!
ইয়াসে বিপর্যস্ত এলাকা পরিদর্শন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলা ও ওড়িশার ক্ষতিগ্রস্ত বিভিন্ন জেলা সরেজমিনে খতিয়ে দেখবেন তিনি। পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। তাঁদের বৈঠকে থাকবেন রাজ্যপাল জগদীপ ধনখড়ও।