DA Protest: DA বৃদ্ধির দাবিতে ১৩ দিনের অনশন, অসুস্থ হয়ে অক্সিজেন সাপোর্টে আন্দোলনকারী ভাস্কর ঘোষ

TV9 Bangla Digital | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Feb 22, 2023 | 9:25 PM

DA Protest: বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে। মঙ্গলবারই যৌথমঞ্চের তরফে জানানো হয়েছে, আগামী মার্চ মাসে সব সরকারি দফতরে ধর্মঘট ডাকা হচ্ছে।

DA Protest: DA বৃদ্ধির দাবিতে ১৩ দিনের অনশন, অসুস্থ হয়ে অক্সিজেন সাপোর্টে আন্দোলনকারী ভাস্কর ঘোষ

Follow Us

কলকাতা : বকেয়ার ডিএ (Dearness Allowence)- র দাবিতে রাজ্য জুড়ে আন্দোলন করছেন সরকারি কর্মীদের (Govt Employees) একটা বড় অংশ। কলকাতায় একাধিক সরকারি কর্মী সংগঠনের প্রতিনিধিরা অনশন করছেন গত ১৩ দিন ধরে। সেই যৌথমঞ্চের অন্যতম আন্দোলনকারী ভাস্কর ঘোষ অসুস্থ হয়ে পড়লেন বুধবার। গত কয়েকদিন ধরে আন্দোলনে অগ্রণী ভূমিকা নিতে দেখা গিয়েছে তাঁকে। আগেও অসুস্থ হয়ে পড়েছিলেন। তবুও লড়াই থামাননি। তবে বুধবার শারীরিক অবস্থার অবনতি হয়। অক্সিজেনের অভাব হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ভাস্কর ঘোষকে। অ্যাম্বুল্যান্সে করে তাঁকে ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অক্সিজেন সাপোর্ট দিতে হয়েছে তাঁকে।

গত সপ্তাহেই অসুস্থ হয়ে পড়েছিলেন এই সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ ভাস্কর ঘোষ। অনশন মঞ্চের সকলের স্বাস্থ্য পরীক্ষা করেছিলেন চিকিৎসকরা। জানিয়েছিলেন, ভাস্করের শরীরে কিটনবডির সন্ধান পাওয়া গিয়েছে, যে কারণে ক্রমশই ভেঙে পড়ছে ভাস্করের শরীর। অবিলম্বে তাঁকে হাসপাতালে ভর্তি করে সঠিক চিকিৎসা করানোর পরামর্শও দিয়েছিলেন চিকিৎসকেরা। কিন্তু রাজি হননি তিনি। তবে এবার অবস্থার আরও অবনতি হওয়ায় হাসপাতালে নিয়ে যেতে হয়েছে তাঁকে।

এদিকে, বকেয়া মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন ক্রমশ জোরদার হচ্ছে। মঙ্গলবারই যৌথমঞ্চের তরফে জানানো হয়েছে, আগামী মার্চ মাসে সব সরকারি দফতরে ধর্মঘট ডাকা হচ্ছে। ১০ মার্চ সেই ধর্মঘটে ছাড় দেওয়া হবে শুধুমাত্র হাসপাতাল ও কিছু জরুরি পরিষেবাকে। তাঁদের দাবি, এভাবে দিনের পর দিন রাস্তায় বসে আন্দোলন, অনশন করা সত্ত্বেও রাজ্য সরকারের কোনও হেলদোল নেই। সম্প্রতি, ৩ শতাংশ ডিএ দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার, তাতেই ক্ষোভ বেড়েছে আরও। ‘ভিক্ষা’ দেওয়া হচ্ছে বলে আন্দোলনকারীরা কটাক্ষ করেছেন সরকারকে।

তাঁরা আগেই জানিয়ে দিয়েছিলেন, বকেয়া মহার্ঘ ভাতা যদি তাঁরা না পান, তাহলে তাঁরা অনশন জারি রাখবেন, ভোটের ডিউটিতেও যোগ দেবেন না। গত সোমবার ও মঙ্গলবার কর্মবিরতিও ডাকা হয়েছিল সরকারি দফতরগুলিতে।

Next Article