কলকাতা: রাজ্যে দৈনিক নমুনা পরীক্ষা সামান্য বৃদ্ধি পেতেই নতুন উচ্চতায় পৌঁছে গেল দৈনিক সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় এ রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১৮ হাজার ১০২ জন। মৃত্যু হয়েছে ১০৩ জনের। যদিও সংক্রমণের উর্ধ্বগতির মধ্যেই সামান্য স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। বিগত ২৪ ঘণ্টায় রাজ্যের ১৭ হাজার ৭৩ জন করোনা থেকে মুক্তিও পেয়েছেন।
রাজ্যে মোট সক্রিয় আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৬৭২। গত কয়েকদিনের তুলনায় টেস্টের পরিমাণও সামান্য বেড়েছে। ফলে পাল্লা দিয়ে সংক্রমণেও বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। যদিও দৈনিক নমুনা পরীক্ষার হার এখনও সন্তোষজনক নয় বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। অন্যান্য রাজ্যে যখন প্রত্যেকদিন লক্ষাধিক টেস্ট হচ্ছে, তখন এ রাজ্যে দৈনিক নমুনা পরীক্ষার সংখ্যা ৬০ হাজারের মধ্যেই আটকে রয়েছে।
আক্রান্তের নিরিখে পয়লা নম্বরেই রয়েছে উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে ৩,৯৮২ জন শনাক্ত হয়েছেন করোনা ভাইরাসে। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা। শহরে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩,৯৭৩। কলকাতায় একদিনে ২৫ জন এবং উত্তর ২৪ পরগনার ২৭ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ‘ভোল পাল্টাচ্ছে ভাইরাস, তৃতীয় ঢেউ আসছেই’, চরম সতর্কতা বিজ্ঞানীদের
বাকি জেলাগুলিতেও সংক্রমণের ছবিটা ভয়াবহ। গত ২৪ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনায় ৯৯৩ জন, হাওড়ায় ৯৯৪ জন, হুগলিতে ৯৮৬ জন, বীরভূমে ৭২২ জন, পশ্চিম বর্ধমানে ৮৮৭ জন, পূর্ব বর্ধমানে ৩০১ জন, মালদহে ৪৭১ জন, মুর্শিদাবাদে ৫০০ জন, নদিয়ায় ৮৬৯ জন ও দার্জিলিঙে ৪৭৮ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: বিশ্বে নয়া করোনা আক্রান্তের ৪৬% ভারতের, মৃত্যুর ২৫%! রিপোর্ট হু-র