করোনায় হাবুডুবু খাচ্ছে বাংলা, দৈনিক আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছুঁইছুঁই, বাড়ছে মৃত্যুও

ঋদ্ধীশ দত্ত |

Apr 16, 2021 | 8:35 PM

স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯১০। শুধুমাত্র কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ১৮৪৪। গতকাল যে মৃত্যুর সংখ্যা ছিল ২২, শুক্রবার তা বেড়ে হয়েছে ২৬।

করোনায় হাবুডুবু খাচ্ছে বাংলা, দৈনিক আক্রান্তের সংখ্যা ৭ হাজার ছুঁইছুঁই, বাড়ছে মৃত্যুও
ছবি- টুইটার

Follow Us

কলকাতা: রাজ্যে রীতিমতো লাফিয়ে লাফিয়ে বাড়ছে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। শুক্রবার দৈনিক সংক্রমণ ও মৃত্যুর নিরিখে নতুন রেকর্ড তৈরি করেছে রাজ্য। একধাক্কায় দৈনিক আক্রান্তের সংখ্যা প্রায় সাত হাজার ছুঁয়ে ফেলেছে। বৃহস্পতিবার দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৭৬৯। আজ তা বেড়ে হয়েছে ৬ হাজার ৯১০। অথচ একধাক্কায় সংক্রমিতদের সংখ্যা বৃদ্ধি পেলেও কমেছে নমুনা পরীক্ষার সংখ্যা। যা মূলত ভয় বাড়াচ্ছে স্বাস্থ্য কর্তাদের।

শুক্রবার স্বাস্থ্য দফতরের বুলেটিনেই কার্যত পরিষ্কার হয়ে গিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ কী মারাত্মক প্রভাব ফেলেছে বঙ্গে। গত কালকের তুলনায় একদিনে আক্রান্তের সংখ্যাও বেড়েছে রাজ্যে। দৈনিক মৃত্যুর সংখ্যাও পাল্লা দিয়ে বেড়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯১০। শুধুমাত্র কলকাতাতেই দৈনিক আক্রান্তের সংখ্যা ১৮৪৪। গতকাল যে মৃত্যুর সংখ্যা ছিল ২২, শুক্রবার তা বেড়ে হয়েছে ২৬।

বৃহস্পতিবার নমুনা পরীক্ষা হয়েছিল ৪২ হাজার ১২১ টি। শুক্রবার সেই সংখ্যাটা আরও কমে ৪০ হাজার ১৫৩-তে এসে দাঁড়িয়েছে। অর্থাৎ প্রায় ২ হাজার টি কম নমুনা পরীক্ষা হয়েছে। কিন্তু আক্রান্তের সংখ্যা বেড়েছে। যত সংখ্যক নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে পজিটিভিটির হার ১৭.২০ শতাংশ। সুস্থতার হারও কিছুটা কমে হয়েছে ৯১.৯৯ শতাংশ।

আরও পড়ুন: অডিয়ো: ‘এসপি ও আইসিকে ফাঁসাতে হবে’, শীতলকুচি কাণ্ডে মমতার ফোনালাপ প্রকাশ্যে আনল বিজেপি

অন্যদিকে জেলাওয়াড়ি ছবিটা ভয় বাড়াচ্ছে। বেশ কয়েকটি জেলায় সংক্রমণ উর্ধ্বমুখী। দৈনিক আক্রান্তের নিরিখে দেখা যাচ্ছে উত্তর ২৪ পরগনায় ১৫৯২, হাওড়ায় ৪২০, দক্ষিণ ২৪ পরগনায় ৪০২ জন আক্রান্ত হয়েছেন। সুরক্ষিত নয় গ্রাম বাংলাও। বীরভূমে দৈনিক আক্রান্ত ৩৭৪, হুগলিত ২৯৪, পশ্চিম বর্ধমান ৩৫৯, মালদহ ২৭৬। একদিনে যে ২৬ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ৯ জন‌ কলকাতা ৭ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা।

আরও পড়ুন: দিনে ১৫ ঘণ্টা প্রচারে নিষেধাজ্ঞা ভোটবঙ্গে, করোনা সামলাতে কড়া কমিশন

 

Next Article