AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ECI: কেমন চলছে SIR-র কাজ? খতিয়ে দেখতে বাংলায় কমিশনের প্রতিনিধি দল

CEO Manoj Kumar Agarwal: শুক্রবার পর্যন্ত রাজ্যে থাকবে কমিশনের এই টিম। যাবে উত্তরবঙ্গের তিন জেলায়। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে এসআইআর-র কাজ পর্যালোচনা করবে কমিশনের প্রতিনিধি দল। খতিয়ে দেখবেন বুথ লেভেল অফিসারদের কাজ। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সিইও বলেন, এসআইআর-র কাজ পর্যালোচনা করা হবে।

ECI: কেমন চলছে SIR-র কাজ? খতিয়ে দেখতে বাংলায় কমিশনের প্রতিনিধি দল
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Nov 06, 2025 | 1:51 AM
Share

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গে বিশেষ নিবিড় সংশোধনের (SIR) কাজ কেমন চলছে? দেখতে রাজ্যে এল জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। বুধবার উত্তরবঙ্গ পৌঁছেছেন প্রতিনিধি দলের সদস্যরা। প্রতিনিধি দলে রয়েছেন ডেপুটি নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী, নির্বাচন কমিশনের প্রধান সচিব এসবি যোশী এবং ডেপুটি সেক্রেটারি অভিনব আগরওয়াল। এদিনে সন্ধেয় বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তাঁরা। কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে থাকতে বাগডোগরা পৌঁছেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালও।

গত ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গ-সহ দেশের ১২টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর ঘোষণা করেছে কমিশন। মঙ্গলবার থেকে এনুমারেশন ফর্ম দেওয়া শুরু করেছেন বুথ লেভেল অফিসাররা(BLO)। এদিকে, এসআইআর ঘিরে বাংলায় রাজনৈতিক চাপানউতোরও বাড়ছে। বিএলও-দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেছে। রাজ্যের নোডাল অফিসার কমিশনকে জানিয়েছেন, বিএলও-দের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ করছে রাজ্য সরকার।

এই পরিস্থিতিতে এনুমারেশন ফর্ম বিলি শুরুর পরদিনই রাজ্যে পৌঁছে গেল কমিশনের প্রতিনিধি দল। কমিশনের প্রতিনিধি দলের সঙ্গে থাকতে এদিন কলকাতা থেকে উত্তরবঙ্গে পৌঁছে গেলেন সিইও। উত্তরবঙ্গ যাওয়ার আগে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, আলিপুরদুয়ার, কোচবিহারে কমিশনের কর্তাদের সঙ্গে থাকবেন।

শুক্রবার পর্যন্ত রাজ্যে থাকবে কমিশনের এই টিম। যাবে উত্তরবঙ্গের তিন জেলায়। কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে এসআইআর-র কাজ পর্যালোচনা করবে কমিশনের প্রতিনিধি দল। খতিয়ে দেখবেন বুথ লেভেল অফিসারদের কাজ। এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে সিইও বলেন, এসআইআর-র কাজ পর্যালোচনা করা হবে। সেই পর্যালোচনার পর কমিশন নতুন কোনও পদক্ষেপ করে কি না, সেটাই এখন দেখার।