AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Durga Puja: এবার দুর্গাপুজোয় বাংলার পথে হাঁটছে বিজেপি শাসিত দিল্লিও, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Delhi Government on Durga Puja: মুখ্যমন্ত্রী মমতা যেখানে দুর্গাপুজোয় অনুদানের কথা ঘোষণা করেছেন, সেখানে বাঙালিদের পাশে তারাই আছে, এই বার্তা দিতে দুর্গাপুজোকেই অস্ত্র করেছে বিজেপি। দুর্গাপুজোয় বাঙালি মিলন সমারোহ নামে কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির।

Durga Puja: এবার দুর্গাপুজোয় বাংলার পথে হাঁটছে বিজেপি শাসিত দিল্লিও, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কী ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা?Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 08, 2025 | 6:32 PM
Share

কলকাতা ও নয়াদিল্লি: ভিনরাজ্যে বাংলাভাষীদের হেনস্থা ইস্যুতে বিজেপির বিরুদ্ধে লাগাতার আক্রমণ শানাচ্ছে তৃণমূল। আবার বাঙালি আবেগে শান দিতে দুর্গাপুজোকে হাতিয়ার করছে বিজেপিবঙ্গ বিজেপির নেতা-নেত্রীরা দুর্গাপুজোয় দেশের বিভিন্ন প্রান্তে যাবেন। এই পরিস্থিতিতে দিল্লিতে দুর্গাপুজোর জন্য বিশেষ উদ্যোগ নিল সেখানকার বিজেপি সরকার। দুর্গাপুজোয় বিদ্যুতে ছাড়-সহ একাধিক ঘোষণা করলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা।

২৬ বছর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে ক্ষমতায় এসেছে বিজেপি। আর সেই সরকার প্রথম বছরেই দুর্গাপুজো ও রামলীলা নিয়ে বিশেষ উদ্যোগ নিল। সোমবার দিল্লির মুখ্যমন্ত্রীর দফতর এক্স হ্যান্ডলে লেখে, “দিল্লিতে দুর্গাপুজো এবং রামলীলা এবার আরও আকর্ষক হবে। ১২০০ ইউনিট পর্যন্ত ফ্রি বিদ্যুৎ পাবে পুজো কমিটিগুলি। বিদ্যুতের মিটার পেতে সিকিউরিটি ডিপোজিটের মাত্র ২৫ শতাংশ জমা দিতে হবে।” পুজোর অনুমোদনের জন্য আর একাধিক জায়গায় দৌড়ে বেড়াতে হবে না পুজো কমিটিগুলিকে। অনুমোদনের জন্য সিঙ্গল উইন্ডো ব্যবস্থা করেছে সরকার। দিল্লির মুখ্যমন্ত্রীর দফতরের তরফে আরও জানানো হয়েছে, পরিষ্কার-পরিচ্ছন্নতা, জল, স্বাস্থ্য, ট্র্যাফিক ও অগ্নি নিরাপত্তা-সহ সব কিছুর প্রাথমিক ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে।

পশ্চিমবঙ্গে দুর্গাপুজোয় গত কয়েকবছর ধরেই পুজো কমিটিগুলিকে আর্থিক সাহায্য করছে রাজ্য সরকার। এবছর পুজো কমিটিগুলিকে অনুদান বাড়িয়ে ১ লক্ষ ১০ হাজার টাকা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে তিনি ঘোষণা করেন, পুজো কমিটিগুলিকে বিদ্যুতের বিলে ৮০ শতাংশ ছাড় দেওয়া হবে। এই নিয়ে সিইএসসি এবং রাজ্য বিদ্যুৎ বণ্টন পর্ষদকে নির্দেশ দেন তিনি।

মুখ্যমন্ত্রী মমতা যেখানে দুর্গাপুজোয় অনুদানের কথা ঘোষণা করেছেন, সেখানে বাঙালিদের পাশে তারাই আছে, এই বার্তা দিতে দুর্গাপুজোকেই অস্ত্র করেছে বিজেপি। দুর্গাপুজোয় বাঙালি মিলন সমারোহ নামে কর্মসূচি নিয়েছে গেরুয়া শিবির। বিজেপি নেতৃত্বের মতে, যে রাজ্যে পদ্ম শিবির ক্ষমতায় আছে সেখানে তো বটেই। যেখানে দল ক্ষমতায় নেই সেখানেও দুর্গাপুজো আয়োজনে বাঙালিরা যাতে কোনও সমস্যায় না পড়েন, যাতে আয়োজন যথাযথভাবে হয়, তা নিশ্চিত করতে সবরকম সাহায্য করা হবে। দেশজুড়ে দুর্গাপুজো আয়োজনে সহায়তার জন্য কমিটি গড়েছে বিজেপি। বঙ্গ বিজেপির ২৭ জন নেতা-বিধায়ক-সাংসদ দুর্গাপুজোর সময় বিভিন্ন রাজ্যে যাবেন। রাজনীতির কারবারিরা বলছেন, বাঙালি আবেগে শান দিতে বঙ্গ বিজেপি যখন দুর্গাপুজোকে হাতিয়ার করছে, তখন দিল্লি সরকারের এই ঘোষণা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।