কলকাতা: ফের বিধ্বংসী আগুন শহরের বুকে। ভয়াবহ আগুন তপসিয়াতে। এদিন দুপুরে দাউদাউ করে জ্বলে যায় একের পর এক ঝুপড়ি। জ্বলে যায় বেশ কিছু দোকান। পাকা বাড়িও। ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বাইপাসের ঠিক পাশে যে জায়গায় আগুন লেগেছে তার পাশেই রয়েছে শহরের এক বিখ্যাত বহুতল। এটি ছাড়াও আশপাশে রয়েছে আরও অনেক আবাসন। বেশ কিছু অফিসও রয়েছে। তাই যে কোনও মুহূর্তে আরও বড় দুর্ঘটনা যাতে না ঘটে তা আটকাতে তৎপর প্রশাসনের কর্তারাও।
আগুন যাতে আরও ছড়িয়ে না পড়ে সেদিকে নজর রয়েছে দমকলের। পুরোদমে আগুন লাগানোর কাজ শুরু করে দিয়েছেন দমকল কর্মীরা। হাত লাগিয়েছেন স্থানীয় বাসিন্দারাও। এদিকে রুবি মোড়, ভিআইপি বাজার, সায়েন্সের খুব কাছেই রয়েছে এই এলাকা। তাই উত্তেজনার আবহে দুপুরে ব্যাপক যানজটও দেখা যায় বাইপাসে।
দমদমে আগুনের দাপট যেহেতু অনেকটাই বেশি সে কারণে আগুন নেভাতে গিয়ে বেশ খানিকটা বেগ পেতে হয় দমকল কর্মীদের। পাশাপাশি ঘিঞ্জি এলাকা হওয়াতেও জলের গাড়ি নিয়ে ঢুকতেও সমস্যা হয়। তবে দমকল যাতে ঠিকভাবে ঢুকতে পারে, জলের জোগান যাতে ঠিকঠাক থাকে সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো। কিন্তু কীভাবে লাগল আগুন? ঝুপড়িতে থাকা সিলিন্ডার ফেটেই প্রথমে আগুন লেগেছে বলে মনে করছেন দমকল কর্মীরা। তবে নিশ্চিত হতে কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।