AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DYFI: নতুন রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি, মীনাক্ষীর হাতেই DYFI?

DYFI: শনিবার থেকে মুর্শিদাবাদের বহরমপুরের রবীন্দ্র সদনে DYFI-র তিন দিনের রাজ্য সম্মেলন শুরু হয়েছিল। সম্মেলন শেষে সিপিএমের যুব সংগঠনের যে রাজ্য সম্পাদক ও সভাপতি বদল হবে, তা একপ্রকার নিশ্চিত ছিল।

DYFI: নতুন রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি, মীনাক্ষীর হাতেই DYFI?
রাজ্য সম্পাদক বদল হলেও কি DYFI-র রাশ মীনাক্ষীর হাতেই থাকছে?Image Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jun 23, 2025 | 5:32 PM

কলকাতা: সিপিএমের যুব সংগঠনে পালাবদল। ডিওয়াইএফআই-য়ের সঙ্গে আর যুক্ত রইলেন না মীনাক্ষী মুখোপাধ্যায়। ডিওয়াইএফআইয়ের ২০তম রাজ্য সম্মেলন থেকে মীনাক্ষীর জায়গায় নতুন রাজ্য সম্পাদক হলে ধ্রুবজ্যোতি সাহা। এতদিন তিনি সিপিএমের যুব সংগঠনের সভাপতি ছিলেন। ধ্রুবজ্যোতির জায়গায় সভাপতি নির্বাচিত হলেন অয়নাংশু সরকার। যুবশক্তি পত্রিকার সম্পাদকও বদল হল। কলতান দাশগুপ্তর জায়গায় যুবশক্তি পত্রিকার সম্পাদক নির্বাচিত হলেন সরোজ দাস। বয়সের কারণে সিপিএমের যুব সংগঠন থেকে কলতান ও মীনাক্ষী সরলেন বলে জানা গিয়েছে।

শনিবার থেকে মুর্শিদাবাদের বহরমপুরের রবীন্দ্র সদনে DYFI-র তিন দিনের রাজ্য সম্মেলন শুরু হয়েছিল। সম্মেলন শেষে সিপিএমের যুব সংগঠনের যে রাজ্য সম্পাদক ও সভাপতি বদল হবে, তা একপ্রকার নিশ্চিত ছিল। মীনাক্ষী মুখোপাধ্যায় এখন সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলী ও কেন্দ্রীয় কমিটির সদস্য। এছাড়া বয়সের কারণে তিনি এবার দলের যুব সংগঠন থেকে বিদায় নেবেন বলে একপ্রকার স্থির হয়।

মীনাক্ষীর জায়গায় দলের যুব সংগঠনের হাল কে ধরবেন, তা নিয়ে সিপিএমের অন্দরে আলোচনা শুরু হয়। মুর্শিদাবাদের যুব নেতা ধ্রুবজ্যোতি সাহা যুব সংগঠনের সভাপতি ছিলেন। তার আগে এসএফআই ও ডিওয়াইএফআইয়ের মুর্শিদাবাদ জেলার সম্পাদক ছিলেন। সোমবার সম্মেলন শেষে তাঁর হাতে রাজ্য সম্পাদকের দায়িত্ব তুলে দেওয়া হল। রাজনীতির কারবারিরা বলছেন, মীনাক্ষী ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক পদে থাকাকালীন তাঁর কার্যত ছায়াসঙ্গী ছিলেন ধ্রুবজ্যোতি। মীনাক্ষীর যেকোনও কর্মসূচিতে তাঁকে দেখা যেত। ফলে ধ্রুবজ্যোতি রাজ্য সম্পাদক হওয়ায় মীনাক্ষীর প্রভাব সিপিএমের যুব সংগঠনে থাকবে বলে রাজনীতির কারবারিদের একাংশ মনে করছে।

ধ্রুবজ্যোতি রাজ্য সম্পাদক হওয়ায় ডিওয়াইএফআইয়ের সভাপতি পদটি খালি হয়। ওই পদে নির্বাচিত হলেন পূর্ব বর্ধমানের যুব নেতা অয়নাংশু সরকার। রাজনীতির কারবারিরা বলছেন, সিপিএমের যুব সংগঠনে সেই মুর্শিদাবাদ ও বর্ধমান লবিই থেকে গেল।