AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Digha Ratha Yatra: ‘রথের চাকা আটকে গেল, লক্ষণ কিন্তু ভাল নয়’, দিঘার রথযাত্রার ভিডিয়ো সামনে আনলেন শুভেন্দু

Digha Ratha Yatra: "মহাকুম্ভ কে "মৃত্যু কুম্ভ", সনাতন ধর্ম কে 'গন্দা' (নোংরা) ধর্ম বলা, 'জয় শ্রী রাম' কে 'গালাগাল' বলে উল্লেখ করা, সর্বশেষে তীর্থ ক্ষেত্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ধর্ম বিরুদ্ধ আচরণ করা, যেমন মিষ্টি কে প্রসাদ বলে চালানো, ধর্মীয় বিধি না মেনে তৈরি করানো ইত্যাদি করলে ভগবানের রোষ হওয়াটাই স্বাভাবিক।"

Digha Ratha Yatra:  'রথের চাকা আটকে গেল, লক্ষণ কিন্তু ভাল নয়', দিঘার রথযাত্রার ভিডিয়ো সামনে আনলেন শুভেন্দু
রথের চাকায় বিপত্তি Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 27, 2025 | 6:20 PM
Share

কলকাতা: প্রথমবার দিঘায় গড়াল রথের চাকা। নারকেল ফাটিয়ে সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট দেওয়ার কর্মসূচিও পালন করা হয়। এরপর রথের সামনে গিয়ে উপাসনা করেন মমতা। কিন্তু বিকালেই বিস্ফোরক পোস্ট রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দুর দাবি, দিঘার রথের চাকা আটকে গিয়েছে। এক্স মাধ্যমে পোস্ট করে শুভেন্দু লিখলেন, “মহাকুম্ভ কে “মৃত্যু কুম্ভ”, সনাতন ধর্ম কে ‘গন্দা’ (নোংরা) ধর্ম বলা, ‘জয় শ্রী রাম’ কে ‘গালাগাল’ বলে উল্লেখ করা, সর্বশেষে তীর্থ ক্ষেত্রের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ধর্ম বিরুদ্ধ আচরণ করা, যেমন মিষ্টি কে প্রসাদ বলে চালানো, ধর্মীয় বিধি না মেনে তৈরি করানো ইত্যাদি করলে ভগবানের রোষ হওয়াটাই স্বাভাবিক।”

শুভেন্দু নিজের এক্স হ্যান্ডেলে একটি ভিডিয়োও পোস্ট করেছে। সেই ভিডিয়োতে দেখা গিয়েছে, রথের চাকায় কোনও একটি সমস্যা হওয়ায়, সেটা আটকে যায়। এরপর কারিগররা একটি হাতুড়ি নিয়ে যান। রথের চাকার ‘কাঠের খাঁচা’টা খুলে যায়। সেটিকেই সারানোর চেষ্টা চলে। সেই ভিডিয়ো পোস্ট করেন শুভেন্দু।  তারপর অনেকে মিলে রথটিকে ঠেলতেও দেখা যায়।

নির্ধারিত সময় মেনেই দুপুর আড়াইটে নাগাদ দিঘার রথের রশিতে টান পড়ে। রথের সঙ্গে সঙ্গেই হাঁটেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন ইসকনের সন্ন্যাসীরা। রাস্তার দুপাশে তখন উপচে পড়া ভিড়। তবে এদিন শুভেন্দুর এই পোস্ট নিয়ে তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।