Dilip Ghosh: মহিলার সম্মানের অবমাননা করেছেন দিলীপ, স্বীকার করে নিল জাতীয় নির্বাচন কমিশন

Jyotirmoy Karmokar | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 01, 2024 | 3:23 PM

Dilip Ghosh: জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, যে কোনও রাজনৈতিক নেতৃত্বের তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে কটাক্ষ নিম্নরুচির প্রমাণ। প্রসঙ্গত, কিছুদিন আগেই দিলীপ ঘোষ দুর্গাপুরে প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর মন্তব্য করেছিলেন।

Dilip Ghosh: মহিলার সম্মানের অবমাননা করেছেন দিলীপ, স্বীকার করে নিল জাতীয় নির্বাচন কমিশন
দিলীপ ঘোষ
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা:  জাতীয় নির্বাচন কমিশন স্বীকার করল  বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ মহিলার সম্মানের অবমাননা করেছেন। দিলীপ ঘোষ নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন। দিলীপ ঘোষের মন্তব্যের প্রেক্ষিতে জেপি নাড্ডাকে কড়া চিঠি পাঠাল জাতীয় নির্বাচন কমিশন। দিলীপ ঘোষের মন্তব্যের মতো ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তার জন্য দলের সব স্তরের নেতাদের নির্দেশিকা পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, নির্বাচনী প্রচারের সময়ে প্রার্থীরা তাঁদের প্রতিদ্বন্দ্বীর উদ্দেশে মন্তব্য করার ক্ষেত্রে যেন নির্বাচনী বিধি মাথায় রাখেন। যাতে রাজনৈতিক কেরিয়ারের বাইরে গিয়ে ব্যক্তিগত বিষয় নিয়ে কোনও প্রার্থী আক্রমণ না করেন। সেক্ষেত্রে শালীনতার সীমা ছাড়াবে।

জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হয়েছে, যে কোনও রাজনৈতিক নেতৃত্বের তাঁর ব্যক্তিগত বিষয় নিয়ে কটাক্ষ নিম্নরুচির প্রমাণ। প্রসঙ্গত, কিছুদিন আগেই দিলীপ ঘোষ দুর্গাপুরে প্রচারে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিকর মন্তব্য করেছিলেন। যা নিয়ে বিতর্ক ছড়ায়। নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানায় তৃণমূল। সে সময়েই কুণাল ঘোষরা সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, তাঁরা নির্বাচন কমিশনের কাছে দিলীপ ঘোষকে যাতে শোকজ করা হয়, তার দাবি জানিয়েছেন। দিলীপ ঘোষকে নারীবিদ্বেষী তকম দিয়েছে তৃণমূল নেতৃত্ব। এই মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে দলের তরফেও শোকজ করা হয়। দিলীপ ঘোষ এই মন্তব্যের জেরে ক্ষমাও চান। তিনি বলেছিলেন, তাঁর এই মন্তব্যে দলেরই অনেকের আপত্তি রয়েছে। কাউকে তিনি আঘাত করে থাকতে, তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। তবে দিলীপ ঘোষ মহিলার সম্মানের অবমাননা যে করেছেন, তা স্বীকার করে নেয় জাতীয় নির্বাচন কমিশন।

Next Article