কলকাতা: গরমে খটখট করছে দক্ষিণবঙ্গ। নাজেহাল অবস্থা সকলের। কার্যত টেকা দায় হয়ে গিয়েছে। তবু একটুও ঝড়-বৃষ্টির কোনও লক্ষ্মণই দেখা যাচ্ছে না। আর যে সময়ে গলা শুকচ্ছে দক্ষিণবঙ্গের, ঠিক সেই সময়ে একদম বিপরীত পরিস্থিতি উত্তরবঙ্গের। লাগাতার ঝড়-বৃষ্টি। শুধু তাই নয়, বিস্তীর্ণ এলাকায় ক্ষয়ক্ষতি। ঝড়ের তাণ্ডবে কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে, আহত শতাধিক। এই সবের মধ্যেই আরও ঝড়-বৃষ্টির পূর্বাভাস সেখানে জারি করল আবহাওয়া অফিস।
আলিপুর আবহাওয়া অফিস সূত্রে খবর, আজ উত্তরের ৩ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যে রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার। ৪০-৫০ কিমি/ঘণ্টা বেগে দমকা বাতাস বইবে। বাকি সব জেলায় হলুদ সতর্কতা। কাল-পরশুও উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গে কি বৃষ্টি হবে?
উত্তরবঙ্গের ‘গলা’ ভিজলেও দক্ষিণবঙ্গ খটখটে। আলিপুর আবহাওয়া অফিস বলছে, একাধিক জায়গায় ৪০ ডিগ্রির ঘরে পৌঁছবে তাপমাত্রা। ছিটে ফোটা বৃষ্টিরও পূর্বাভাস নেই। তার মধ্যে আবার পশ্চিমাঞ্চলের ৫ জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম। তাপপ্রবাহের সতর্কতা পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমানেও। ৩৭-৩৮ ডিগ্রিতে পৌঁছবে কলকাতার পারদ।