কলকাতা: তৃণমূল ছাত্র পরিষদের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে তুমুল গন্ডগোল দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে। অভিযোগ, দীর্ঘদিন ধরেই দুই গোষ্ঠীর বিবাদ চলছিল। মূলত, ইউনিয়নের ক্ষমতা দখলদারি নিয়ে অশান্তি চলছিল। দুদিন আগেও ব্যাপক মারপিটে জড়িয়ে পড়ে দু’পক্ষ। সেই সময় আক্রান্ত হন এক নেতার ছেলে। মঙ্গলবার ফের দু’পক্ষের মারপিটে উত্তপ্ত হয়ে ওঠে গড়িয়া মোড়। জানা গিয়েছে, মারপিটের ঘটনায় দু’পক্ষেরই ছাত্ররা গুরুতর জখম হয়েছেন। কারোর চোখে আঘাত লেগেছে, কারোর কাঁধে।
এক পক্ষের দাবি, দলের এক নেতার ছেলে আজ তাঁর দলবল নিয়ে এসে প্রথমে হামলা চালান। পরবর্তীকালে প্রতিরোধের সময় পাল্টা হামলা চলে। এইভাবেই দু’পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। যার জেরে রক্তারক্তি কাণ্ড বেধে যায়। গড়িয়া মোড় যেখানে পাঁচ নম্বর ও ছ নম্বর বাসস্ট্যান্ড রয়েছে সেখানের নিত্যযাত্রীরা এই মারামারির জেরে অসুবিধায় পড়েন। তবে দখলদারির রাজনীতিতে কেন বারংবার রক্তাক্ত হচ্ছে বাংলার কলেজগুলো সেই বিষয়ে উঠছে প্রশ্ন।
এই বিষয়ে এক পক্ষের দাবি, এক নেতার ছেলে এই কলেজের প্রাক্তনী। তাঁরা দীর্ঘদিন বহিরাগত হলেও দাদাগিরি করেন। শুধু তাই নয়, চলে র্যাগিংও। অপরদিকে, ওই নেতার ছেলের দাবি, অন্য পক্ষ তাঁদের উপর অত্যাচার করে। এক মহিলাকে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয়। যদিও, ওই নেতার ছেলে নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন।