PIL against State Govt: মমতা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা সুকান্তর

Shrabanti Saha | Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Aug 22, 2023 | 4:55 PM

PIL against State Govt: কেন্দ্রীয় সরকার কমন সার্ভিস সেন্টার এ কারণেই খুলেছিল যাতে মানুষ কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্পর্কে অবগত হতে পারে। সেগুলি বন্ধ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।

PIL against State Govt: মমতা সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে হাইকোর্টে মামলা সুকান্তর
আদালতে মামলা সুকান্তর
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: কেন্দ্রীয় সরকারের একাধিক প্রকল্প থেকে এ রাজ্যের মানুষ বঞ্চিত হয়, এমন অভিযোগ বারবার তুলেছে গেরুয়া শিবির। আয়ুষ্মান ভারতের মতো প্রকল্পও চালু করতে দেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে। তবে, এবার আর কথায় আক্রমণ নয়, সোজা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। কেন্দ্রের প্রকল্প থেকে কেন বাংলার মানুষকে বঞ্চিত করা হচ্ছে, এই প্রশ্ন তুলে জনস্বার্থ মামলা দায়ের করেছেন তিনি।

সুকান্ত মজুমদারের অভিযোগ, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের প্রকল্পের সুবিধা যাতে মানুষ না পায়, তার জন্য কেন্দ্রের তৈরি করা কমন সার্ভিস সেন্টার বা সিএসসি পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। তাঁর মামলা গৃহীত হয়েছে মঙ্গলবার। আগামী সপ্তাহে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চে শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার হাইকোর্টে গিয়ে মামলা দায়ের করেন সুকান্ত। তিনি দাবি করেন, ২০২০ সালেই ও কমন সার্ভিস সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবর্তে খোলা হয়েছে বাংলা সেবা কেন্দ্র। উল্লেখ্য, কেন্দ্রীয় সরকার কমন সার্ভিস সেন্টার এ কারণেই খুলেছিল যাতে মানুষ কেন্দ্রীয় প্রকল্পগুলি সম্পর্কে অবগত হতে পারে। পঞ্চায়েত স্তরে এই সিএসসি-গুলি চালু করা হয়েছিল। এই সব কেন্দ্রগুলি থেকে সুবিধা পেতেন মূলত প্রান্তিক অঞ্চলের মানুষেরা। আয়ুষ্মান ভারত, কেন্দ্রীয় আবাস যোজনা ইত্যাদি প্রকল্পের সুবিধা পেতে গেলে, কোথায় যেতে হবে, কী করতে হবে, সেই সব তথ্য মিলত সহজেই।

Next Article