Malay Ghatak: বিধানসভায় হঠাৎই অসুস্থ মলয় ঘটক, হুইলচেয়ারে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

Pradipto Kanti Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 22, 2023 | 4:54 PM

Malay Ghatak: নিজের ঘরে গিয়েই বসেছিলেন। হঠাৎ শরীর ছেড়ে দেয় তাঁর। খবর পেয়েই তাঁর ঘরে আসেন ফিরহাদ হাদিম। বিধানসভার মেডিক্যাল অফিসার প্রাথমিক পরীক্ষার পর দেখেন, মন্ত্রীর রক্তচাপ কমে গিয়েছে।

Malay Ghatak: বিধানসভায় হঠাৎই অসুস্থ মলয় ঘটক, হুইলচেয়ারে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
ফাইল ছবি

Follow Us

কলকাতা: বিধানসভায় হঠাৎই অসুস্থ হয়ে পড়লেন রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক। তাঁকে কলকাতার বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ক’দিন ধরে জ্বরে ভুগছিলেন মলয় ঘটক। মঙ্গলবার বিধানসভার অধিবেশন থেকে বেরিয়ে স্পিকারের ঘরে যান। সেখান থেকে বেরিয়ে নিজের ঘরে। সেখানেই অসুস্থ হয়ে পড়েন তিনি। নিজেই কর্মীদের ডেকে বলেন, ‘শরীর খারাপ লাগছে।’

নিজের ঘরে গিয়েই বসেছিলেন। হঠাৎ শরীর ছেড়ে দেয় তাঁর। খবর পেয়েই তাঁর ঘরে আসেন ফিরহাদ হাদিম। বিধানসভার মেডিক্যাল অফিসার প্রাথমিক পরীক্ষার পর দেখেন, মন্ত্রীর রক্তচাপ কমে গিয়েছে। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হুইল চেয়ারে বসিয়ে গাড়িতে তোলা হয় মন্ত্রীকে। ফিরহাদ হাকিম নিজে গিয়ে গাড়িতে তুলে দিয়ে আসেন।

আইনমন্ত্রীর সঙ্গে হাসপাতালে যান পুরমন্ত্রী ফিরহাদ হাকিমও। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রক্তচাপজনিত সমস্যার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন আইনমন্ত্রী।

প্রসঙ্গত, কয়লা মামলায় মন্ত্রী মলয় ঘটককে একাধিকবার তলব করেছে ইডি। কয়লা পাচারকাণ্ডে তাঁর কাছ থেকে তথ্য জানতেই তলব কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের। একাধিকবার মন্ত্রীকে ডাকা হয়েছে। কিন্তু কখনও শারীরিক অসুস্থতা, কখনও ব্যক্তিগত কাজে ব্যস্ততা, কখনও আবার পঞ্চায়েত নির্বাচনের কাজে ব্যস্ততার কারণ দর্শিয়ে তিনি হাজিরা এড়িয়েছেন। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন মলয় ঘটক।

Next Article