AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dinabandhu Andrews College: দীনবন্ধু অ্যান্ড্রুজের ভিতরে বসেই মদ্যপান করেছিলেন বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে? অডিয়ো ভাইরাল হতেই দেবার্ক বললেন, ‘আমি মদ খাই না’

Dinabandhu Andrews College: তাঁর আরও সংযোজন, "আমি কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের নেতা নই। আমার সঙ্গে কলেজের সম্পর্ক শেষ হয়েছে অনেক আগে। আমি ২০১৬ সালে ভর্তি হয়েছিলাম। ২০১৯-এ পাস আউট। এখন চাকরি করছি।"

Dinabandhu Andrews College: দীনবন্ধু অ্যান্ড্রুজের ভিতরে বসেই মদ্যপান করেছিলেন বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে? অডিয়ো ভাইরাল হতেই দেবার্ক বললেন, 'আমি মদ খাই না'
দেবার্ক মজুমদার, বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলেImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Jul 09, 2025 | 5:26 PM
Share

কলকাতা: কসবা-কাণ্ডের পর থেকে কলেজের ইউনিয়ন রুম দখল নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। এবার কলেজে মদ‍্যপানের অভিযোগ খোদ বিধায়ক পুত্রের বিরুদ্ধে। দীনবন্ধু অ্যান্ড্রুজ কলেজে দাদাগিরির অভিযোগ যাদবপুরের তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের ছেলে দেবার্ক মজুমদারের বিরুদ্ধে। কলেজের ভিতরেই তিনি মদ্যপান করেছিলেন বলে অভিযোগ। ভাইরাল সেই অডিয়ো। সংশ্লিষ্ট অডিয়োয় আবার তাঁকে বলতে শোনা যাচ্ছে, তিনি মদ আনিয়ে কলেজে পান করছিলেন। তবে এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি জানান,দলেরই কেউ চক্রান্ত করেছে তাঁর বিরুদ্ধে।

এ দিন টিভি ৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে দেবার্ক বলেন, “এটা সম্পূর্ণ ভ্রান্ত। আমার ধারণা কিছু যান্ত্রিক কারসাজির মাধ্যমে লোকের সামনে উত্থাপন করা হচ্ছে।” তাঁর আরও সংযোজন, “আমি কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের নেতা নই। আমার সঙ্গে কলেজের সম্পর্ক শেষ হয়েছে অনেক আগে। আমি ২০১৬ সালে ভর্তি হয়েছিলাম। ২০১৯-এ পাস আউট। এখন চাকরি করছি। এখন যদি পাঁচ বছর পর কেউ যদি সেই বিষয়টা তুলে ধরে, তাহলে বুঝতে হবে গরম বাজারে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আমায়। দেখুন আমার বিরুদ্ধে অভিযোগ আমি তো খণ্ডন করবই। আমি কোনও নেশার সঙ্গেই যুক্ত নই। কে বলছে না বলছে সব আমি জানি।”

এ দিন তিনি ‘পাশের পাড়ার নেতা’ তাঁকে ফাঁসানোর চেষ্টা করছে বলে জানান। প্রথমে তিনি নাম না করলেও পরে টিভি ৯ বাংলার প্রতিনিধি তাঁকে তৃণমূল যুব নেতা কোহিনুর মজুমদারের নাম উল্লেখ করে জানতে চান, তাঁকেই ‘পাশের পাড়ার নেতা’ বলতে চাইছেন কি না। এর উত্তরে দেবার্ক বলেন, ‘হ্যাঁ’। তিনি বলেন, “এই সব কথা কে বলছে না বলছে আমার জানা। তবে মিথ্যার ভাণ্ডার ফুরিয়ে আসছে। পাশ্বর্বতী এলাকার দাদারা যদি মনে করেন কোনও পাকা ধানে মই দিয়েছি বলে আমায় অপমান করে সরিয়ে দেওয়া যাবে রাজনীতি থেকে। তাহলে সেটা হবে না।”

অপরদিকে কোহিনুর মজুমদার বলেন, “আমি এই বিষয়ে জানি না। দেবার্ক সম্পর্কিত বিষয়ে কিছু জানি না। ওঁকে চিনি।”