Governor CV Ananda Bose: গাড়িতে যেতে যেতে এল ফোন, মারধরের অভিযোগ পেয়েই কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ রাজ্যপালের

Deeksha Bhuiyan | Edited By: জয়দীপ দাস

Jun 30, 2023 | 10:03 PM

ভোটমুখী বাংলায় লাগাতার অশান্তি-হিংসার খবরে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্যপালকে। গিয়েছেন তপ্ত ভাঙড়, ক্যানিংয়ে। হিংসা রুখতে রাজভবনে খোলা হয়েছে ‘পিস রুম’।

Governor CV Ananda Bose: গাড়িতে যেতে যেতে এল ফোন, মারধরের অভিযোগ পেয়েই কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ রাজ্যপালের
সরাসরি নির্বাচন কমিশনে ফোন
Image Credit source: TV-9 Bangla

Follow Us

কলকাতা: গতকালই কালিম্পংয়ে দাঁড়িয়ে বলেছিলেন আমি গ্রাউন্ড জিরোর রাজ্যপাল হতে চাই। এবার যেন হাতেনাতে করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Ananda Bose)। রয়েছেন উত্তরবঙ্গ (North Bengal) সফরে। এবার সেখান থেকেই শুরু ‘ডিরেক্ট অ্যাকশন’। এদিন কালিম্পং থেকে কোচবিহারের দিকে যাচ্ছিলেন রাজ্যপাল। সেই সময়ই রাজভবনের অফিসার অন স্পেশ্যাল ডিউটি সন্দীপ সিংয়ের কাছে একটি ফোন আসে। কোনও এক জনৈক ব্যক্তি ফোনে জানান, তাঁকে মারধর করা হচ্ছে। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনায়। তাঁর কথা শুনে সন্দীপবাবু জানতে চান কারা মারছে? ওই ব্যক্তির উত্তর শোনা মাত্রই ফোনটা দিয়ে দেন রাজ্যপালকে। 

ফোনেই ওই ব্যক্তির যাবতীয় অভিযোগ শোনেন রাজ্যপাল। তাঁকে অভয়ও দেন। এরপরই ফের সন্দীপবাবুকে নির্দেশ দেন রাজ্য নির্বাচন কমিশনারকে ফোন করতে। মুহূর্তেই ফোন যায় নির্বাচন কমিশনে। ফোনটা কানে নিয়েই রাজ্যপাল বলেন, “প্রার্থীদের রাস্তায় ফেলে মারধর করা হচ্ছে। দ্রুত অ্যাকশন নিন।” এই ভিডিয়ো নিয়েই বর্তমানে জোর চর্চা চলছে নানা মহলে। প্রসঙ্গত, ভোটমুখী বাংলায় লাগাতার অশান্তি-হিংসার খবরে উদ্বেগ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্যপালকে। গিয়েছেন তপ্ত ভাঙড়ে। হিংসা রুখতে রাজভবনে খোলা হয়েছে ‘পিস রুম’।

অভিযোগ পাওয়া মাত্রই দ্রুত পদক্ষেপও করছে রাজভবন। সূত্রের খবর, ইতিমধ্যেই কয়েক হাজার ফোন এসে গিয়েছে রাজভবনে। অনেকে আবার রাজভবনে এসেও সরাসরি অভিযোগ জানিয়ে গিয়েছেন। এরইমধ্যে এবার এ ঘটনা নিয়ে নতুন করে শুরু হয়েছে শোরগোল। এদিকে পিস রুম খোলা নিয়ে ইতিমধ্যেই রাজ্যপালকে কটাক্ষ করতে দেখা গিয়েছে তৃণমূলকে। রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল সাংসদ শান্তনু সেন।

Next Article