এবার থেকে সশরীরেও শুনানি হবে নিম্ন আদালতে, তবে শর্ত বেঁধে দিল হাইকোর্ট

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Sep 16, 2021 | 1:39 PM

Calcutta High Court : মামলাকারী এবং আইনজীবীদের সুবিধার কথা মাথায় রেখে এবং মামলার গুরুত্ব বুঝে এবার থেকে সশরীরে আদালতে উপস্থিত থেকেই শুনানি চালাতে হবে। তবে আগের মতো ভার্চুয়াল শুনানিও চলবে প্রয়োজনে।

এবার থেকে সশরীরেও শুনানি হবে নিম্ন আদালতে, তবে শর্ত বেঁধে দিল হাইকোর্ট
যৌন হেনস্থা নিয়ে নির্দেশ হাইকোর্টের

Follow Us

কলকাতা : করোনা পরিস্থিতিতে রাজ্যের নিম্ন আদালতগুলিতে দীর্ঘদিন ধরে ভার্চুয়াল শুনানি চলে আসছিল। এবার থেকে ভার্চুয়াল শুনানির পাশাপাশি সশরীরে আদালতে উপস্থিত থেকেও শুনানি শুরু করতে হবে। বুধবার নিম্ন আদালতগুলিকে এই নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।

রাজ্যের করোনা পরিস্থিতি এখন আগের তুলনায় অনেকটাই নিয়ন্ত্রণে। এই পরিস্থিতিতে রাজ্যের আদালতগুলিতে স্বাভাবিক ছন্দে কাজকর্ম শুরু করতে উদ্যোগী হল কলকাতা হাইকোর্ট। মামলাকারী এবং আইনজীবীদের সুবিধার কথা মাথায় রেখে এবং মামলার গুরুত্ব বুঝে এবার থেকে সশরীরে আদালতে উপস্থিত থেকেই শুনানি চালাতে হবে। তবে আগের মতো ভার্চুয়াল শুনানিও চলবে প্রয়োজনে। অর্থাৎ, নিম্ন আদালতগুলির জন্য দুই ধরনের রাস্তাই খোলা রাখছে কলকাতা আদালত।

রাজ্যে করোনার বাড়বাড়ন্তের জেরে দীর্ঘদিন ধরে নিম্ন আদালতগুলির শুনানি কেবলমাত্র ভার্চুয়ালি চলছিল। এতে অনেকক্ষেত্রেই মামলাকারী এবং আইনজীবীদের সমস্যায় পড়তে হচ্ছিল। বিশেষ করে, যাঁরা অনলাইন ব্যবস্থাপনায় খুব একটা স্বাচ্ছন্দ্য নন, তাঁদের ক্ষেত্রে মামলার শুনানিতে সমস্যা আরও বেশি হচ্ছিল। সেই সমস্যা দূর করতেই এবার কলকাতা হাইকোর্ট দুই ধরনের ব্যবস্থাই চালু রাখছে নিম্ন আদালতগুলির জন্য। এবার থেকে ‘হাইব্রিড’ মডেলেই কাজ হবে রাজ্যের নিম্ন আদালতগুলিতে।

তবে আদালত কক্ষে সশরীরে উপস্থিতির ক্ষেত্রে আইনজীবীদের বেশ কিছু নিয়মবিধি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। আদালত কক্ষে আইনজীবী, মামলাকারী ও অন্যান্য কর্মীদের উপস্থিতির ক্ষেত্রে করোনা টিকার দু’টি ডোজ় বাধ্যতামূলক করা হয়েছে। করোনা টিকার দু’টি ডোজ়ের শংসাপত্র যদি না থাকে, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে এবং রিপোর্ট অবশ্যই নেগেটিভ থাকতে হবে। শুনানি শুরুর ৭২ ঘণ্টা আগে পরীক্ষা করাতে হবে এবং শুনানির আগে আদালতে তা জমা করতে হবে।

এ ছাড়া আদালতের ভিতরে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। আদালতে প্রবেশের আগে স্যানিটাইজ়ার দিতে হাত ধোয়া আবশ্যক। পাশাপাশি, যত সম্ভব কম মানুষ যাতে আদালত কক্ষের ভিতরে থাকেন, তার জন্য পর্যাপ্ত ব্যবস্থা করতে হবে এবং শারীরিক দূরত্ববিধি মেনে আদালতের শুনানি প্রক্রিয়া চালাতে হবে।

উল্লেখ্য, রাজ্যের করোনা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসে গিয়েছে। দৈনিক সংক্রমণ যেখানে ১০ হাজারের উপর দিয়ে যাচ্ছিল, তা এখন অনেকটাই কমে এসেছে। এখন রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ হাজারেরও নিচে। এই পরিস্থিতি নিম্ন আদালতগুলিতে ফের সশরীরে আদালতে উপস্থিত থেকে শুনানি শুরু করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা হাইকোর্ট। তবে ভার্চুয়াল শুনানির সুবিধাও চালু থাকছে।

আরও পড়ুন : ‘দুয়ারে রেশন’ কিছুতেই চলতে দেবে না, এবার ডিভিশন বেঞ্চে ডিলারদের একাংশ

আরও পড়ুন : Calcutta High Court: হাইকোর্টে ধাক্কা শিক্ষা দফতরের, টাকা ফেরতের নির্দেশে পড়ল স্থগিতাদেশ

আরও পড়ুন : ‘বিশ্বভারতীর আন্দোলনে ইন্ধন জোগাচ্ছে বহিরাগতরা,’ পর্যবেক্ষণ হাইকোর্টের

Next Article