Junior Doctor’s Protest: ‘১০ জনের বেশি সদস্যদের বৈঠকে বসতে দিতে হবে’, স্বাস্থ্য ভবনকে পাল্টা জানাল আন্দোলনকারীরা

Junior Doctor's Protest: মঙ্গলবার থেকে বুধবার! অতিক্রান্ত প্রায় ২৪ ঘণ্টা। এখনও আন্দোলনে বসে জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী এক ডাক্তারের দাবি, "সরকার পক্ষ থেকে সদার্থক ভূমিকা আসেনি। আমরা চাইছি সদার্থক ভূমিকা আসুক।

Junior Doctor's Protest: '১০ জনের বেশি সদস্যদের বৈঠকে বসতে দিতে হবে', স্বাস্থ্য ভবনকে পাল্টা জানাল আন্দোলনকারীরা
চিকিৎসকদের আন্দোলনImage Credit source: Tv9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 11, 2024 | 1:05 PM

কলকাতা: স্বাস্থ্য সচিবের ইমেলের জবাবে পাল্টা মেইল জুনিয়র চিকিৎসকদের। আন্দোলনকারীদের দাবি, উর্ধ্বতন কর্তৃপক্ষের থেকে ই-মেল আশা করছেন তাঁরা। পাশাপাশি দশজনের বেশি সদস্যকে বৈঠকে থাকার অনুমতি দিতে হবে। এমনটাই দাবি আন্দোলনকারীদের।

মঙ্গলবার থেকে বুধবার! অতিক্রান্ত প্রায় ২৪ ঘণ্টা। এখনও আন্দোলনে বসে জুনিয়র চিকিৎসকরা। আন্দোলনকারী এক ডাক্তারের দাবি, “সরকার পক্ষ থেকে সদার্থক ভূমিকা আসেনি। আমরা চাইছি সদার্থক ভূমিকা আসুক। আমরাও আলোচনা করতে রাজি আছি।” তিনি আরও বলেন, “কত ঘণ্টা ধরে আন্দোলন হচ্ছে আমরা ভাবছি না। কিন্তু তিলোত্তমার মৃত্যুর ৩৩ দিন হয়ে গিয়েছে। তাই প্রয়োজনে আমরা যতক্ষণ দরকার ততক্ষণ বসে থাকব। যিনি সাধারণ মানুষের সমর্থন নিয়ে আন্দোলনে বসে রয়েছেন, তিনি সাধারণ মানুষের সমস্যা বুঝতে পারছেন না দেখেই অদ্ভুত লাগছে।”

প্রসঙ্গত মঙ্গলবার ইমেল মারফত দশজন আন্দোলনকারীদের বৈঠকে যোগ দিতে বলে ইমেল করেন স্বাস্থ্য সচিবের। কিন্তু, আন্দোলনকারীরা সেই বৈঠকে যোগ দিতে নবান্নে যাননি। উল্টে তাঁরা জানালেন, স্বাস্থ্য সচিবের কাছ থেকে ইমেল আসা অপমানজনক। ইমেলের শুরুতে শুধু স্যার লেখা নিয়েও আপত্তি রয়েছে আন্দোলনকারীদের। মাত্র দশ জনকে বৈঠকে ডাকায় অসন্তুষ্ট আন্দোলনকারীরা। তাঁরা বলেন,”দশ জনকে ডাকা অসম্মানজনক বলে মনে করছি।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)