Water Supply in Kolkata : সাপ্লাই বন্ধ! শনিবার জলের ভোগান্তি হতে পারে কলকাতায়

TV9 Bangla Digital | Edited By: Soumya Saha

Mar 23, 2022 | 11:02 PM

Drinking Water: জানা গিয়েছে, আগামী ২৬ মার্চ ধাপা জয়হিন্দ প্রকল্পে বিভিন্ন ত্রুটির মেরামত করা হবে। একই সঙ্গে এয়ার ভাল্ভের একাধিক ছিদ্রও মেরামত করা হবে ওই দিনে। কলকাতা পুরনিগম সূত্রে খবর, সেই কারণে ২৬ মার্চ সংশ্লিষ্ট জল প্রকল্প থেকে যে যে অংশে জল সরবরাহ হয় সেই জায়গাগুলিতে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।

Water Supply in Kolkata : সাপ্লাই বন্ধ! শনিবার জলের ভোগান্তি হতে পারে কলকাতায়
কলকাতা পুরনিগম, ফাইল চিত্র

Follow Us

কলকাতা : সপ্তাহান্তে চরম জলকষ্ট হতে পারে শহরে। ২৬ মার্চ (শনিবার) সকাল থেকেই জল বন্ধ রাখা হবে। কলকাতা পুরনিগম (Kolkata Municipal Corporation) সূত্রে এমনটাই জানা গিয়েছে। ২৭ মার্চ (রবিবার) থেকে আবার জল সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক হবে। জানা গিয়েছে, আগামী ২৬ মার্চ ধাপা জয়হিন্দ প্রকল্পে বিভিন্ন ত্রুটির মেরামত করা হবে। একই সঙ্গে এয়ার ভাল্ভের একাধিক ছিদ্রও মেরামত করা হবে ওই দিনে। কলকাতা পুরনিগম সূত্রে খবর, সেই কারণে ২৬ মার্চ সংশ্লিষ্ট জল প্রকল্প থেকে যে যে অংশে জল সরবরাহ হয় সেই জায়গাগুলিতে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।

এই জল প্রকল্প থেকে জি জে খান বুস্টার পাম্পিং স্টেশন, মুকুন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, আনন্দপুর বুস্টার পাম্পিং স্টেশন, পাটুলি বুস্টার পাম্পিং স্টেশন, তেলিপাড়া বুস্টার পাম্পিং স্টেশন, সিএন রায় রোড বুস্টার পাম্পিং স্টেশন, জিএস বুস্টার পাম্পিং স্টেশন এবং একাধিক ক্যাপসুল বুস্টার পাম্পিং স্টেশন এর জল সরবরাহ হয়। কলকাতা পুরনিগমের ইস্টার্ন মেট্রোপলিটান বাইপাস সংলগ্ন এলাকা, আনন্দপুর, পিকনিক গার্ডেন, মুকুন্দপুর, পাটুলি, গড়িয়া, হাটগাছিয়া, মেট্রোপলিটন, তপসিয়া, চায়না টাউন, আরুপোতা, বাঘাযতীন, নিউ গড়িয়া, বৈষ্ণবঘাটা, রামলাল বাজার, কসবা, সন্তোষপুর, হালতু, অজয় নগর, পঞ্চসায়র, পঞ্চান্ন গ্রাম, সার্ভে পার্ক সহ বিস্তীর্ণ এলাকা, বরো ৭, বরো ১০, বরো ১১ এবং বরো ১২ -র আংশিক এলাকা প্রভাবিত হবে।

কলকাতা পুরনিগমের জয়হিন্দ জল প্রকল্প

এই জল প্রকল্পের অধীনে যে ওয়ার্ডগুলি রয়েছে, সেগুলি হয় ৫৭, ৫৮, ৬৬, ৬৭, ৯১, ৯২, ৯৯, ১০০, ১০১, ১০২, ১০৩, ১০৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯ এবং ১১০। কলকাতা পুরনিগম সূত্রে জানা গিয়েছে, সংশ্লিষ্ট জল প্রকল্পের দীর্ঘদিন ধরে ত্রুটি-বিচ্যুতিগুলি মেরামত করা হয়নি। যে কারণে, মাঝে মধ্যেই জল সরবরাহের সমস্যা দেখা দিচ্ছিল। স্বাভাবিকভাবেই বিষয়টি মেয়র ফিরহাদ হাকিমের নজরে আনা হয় এবং তাঁর নির্দেশেই এই মেরামতের কাজ করা হবে।

আরও পড়ুন : West Bengal Assembly: বিধানসভায় পঞ্চায়েত বাজেটে নজির! মন্ত্রী পুলক রায়ের সঙ্গে জবাবি ভাষণ দিলেন দুই প্রতিমন্ত্রীও

আরও পড়ুন : Bagtui Massacre: ‘আর একটা নন্দীগ্রাম করতে পারলেই কেল্লাফতে’! শুভেন্দুর ‘গোপন প্ল্যান’ ফাঁস জয়প্রকাশের

Next Article