কলকাতা: বালির বস্তা দিয়ে চাপা পড়েছিল দেহটা। দেহে পচন ধরেছিল। কঙ্কালসার অবস্থাতেই উদ্ধার হয়েছিল দেহটা। এবার সেই মহিলারই খুনের কিনারা করল পুলিশ। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই খুন হয়েছেন ওই মহিলা। দমদমে মহিলার পচাগলা কার্যত অর্ধেক কঙ্কালসার দেহ উদ্ধারের কিনারা করল দমদম থানার পুলিশ।
পুলিশি তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। অবৈধ সম্পর্কের যে খুন হতে হয় বছর চল্লিশের মহিলাকে। তদন্ত নেমে রাজু দাস নামে একজনকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে দমদম থানার পুলিশ। ধৃতকে আজ ব্যারাকপুর আদালতে পেশ করা হবে। জানা যাচ্ছে, ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে।
পুলিশ সূত্রে খবর, মহিলার নাম কাকলি দত্ত। পরিচয় জানার পর তদন্তে নেমে রাজু দাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। নলতার বাদরা তিন পুকুর অঞ্চল থেকে শনিবার রাতে প্রথমে তাঁকে আটক করা হয়। তাঁর কথাবার্তায় অসঙ্গতি থাকে। জেরায় এরপর খুনের কথা স্বীকার করেন রাজু। জেরায় রাজু জানান, কাকলি নামে ওই মহিলার সঙ্গে তাঁর বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল। বছর খানেক সেই সম্পর্ক থাকে। কিন্তু ইদানীং সেই সম্পর্কের অবনতি হতে থাকে। তা নিয়ে ঝামেলা চলছিল তাঁদের মধ্যে। রাজুর বয়ান অনুযায়ী, এরইমধ্যে গত সপ্তাহে ঝামেলা চলাকালীন ভারী বস্তু দিয়ে কাকলির মাথায় আঘাত করেন তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় কাকলির। এরপর প্রমাণ লোপাট করতে দমদমের খালের ধারে দেহ নিয়ে গিয়ে বালির বস্তা দিয়ে চাপা দিয়ে রাখেন রাজু। এরপর সেখান থেকে পালিয়ে যান।
দুদিন সেখানেই পড়ে থাকে দেহ। দেহে পচন ধরায় এলাকাবাসীরা দুর্গন্ধ পান। তখনই তাঁরা থানায় খবর দিলে, পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে।