Durga Puja 2022: ভিড় এড়িয়ে কোন পথে পুজো মণ্ডপে? গাইড ম্যাপ প্রকাশ কলকাতা পুলিশের

TV9 Bangla Digital | Edited By: জয়দীপ দাস

Sep 24, 2022 | 6:25 PM

Durga Puja 2022: ইউনেস্কোর তরফে কলকাতার পুজোর বিশেষ স্বীকৃতি পাওয়াকে উদযাপন করতে সেপ্টেম্বরের শুরু থেকেই পুজোর উৎসবে সামিল হওয়ার ডাক দিয়েছেন মমতা। তার জেরে এবারে শহরের পুজোয় অন্যবারের থেকে ভিড় খানিক বেশি হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের বড় অংশ।

Durga Puja 2022: ভিড় এড়িয়ে কোন পথে পুজো মণ্ডপে? গাইড ম্যাপ প্রকাশ কলকাতা পুলিশের
ছবি- পুজো গাইড ম্যাপ প্রকাশ কলকাতা পুলিশের

Follow Us

কলকাতা: শোনা গিয়েছিল মহালয়ার (Mahalya) আগেই কলকাতার পুজোর (Kolkata Durga Puja) গাইড ম্যাপ প্রকাশ করবে ট্রাফিক পুলিশ (Kolkata Traffic Police)। পূর্ব নির্ধারিত সূচি মেনেই শনিবার বিকালে সামনে এল সেই ম্যাপ। কলকাতা ট্র্যাফিক পুলিশের ফেসবুক (Facebook) পেজ থেকে শেয়ার করা হয়েছে সেই ম্যাপের ছবি। দেওয়া হয়েছে ডাউনলোডের লিঙ্ক। এদিকে এখনও খাতায় কলমে পুজো শুরু হতে এখনও কয়েকটা দিন বাকি। তবে ইতিমধ্যেই শহর কলকাতায় একাধিক পুজোর উদ্বোধন শুরু হয়েছে। ইতিমধ্যেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, সল্টলেকের এফডি ব্লক ও টালা প্রত্যয়ের পুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। এদিকে ইউনেস্কোর তরফে কলকাতার পুজোর বিশেষ স্বীকৃতি পাওয়াকে উদযাপন করতে সেপ্টেম্বরের শুরু থেকেই পুজোর উৎসবে সামিল হওয়ার ডাক দিয়েছেন মমতা। তারজেরে এবারে শহরের পুজোয় অন্যবারের থেকে ভিড় খানিক বেশি হতে পারে বলে মনে করছেন ওয়াকিবহাল মহলের বড় অংশ।

অন্যদিকে করোনা কাঁটা সামলে ফের নতুন উদ্যোমে ঘুরে দাঁড়িয়েছে গোটা রাজ্য। পুজোর উন্মদনাও বেড়ে গিয়েছে কয়েকগুণ। শহর কলকাতার পুজো দেখতে প্রতিবারই রাজ্যের নানা প্রান্ত থেকে নামে মানুষের ঢল। তবে শহরের কোন প্রান্তে কোন পুজো হচ্ছে তা জানতে গিয়ে সমস্যায় পড়েন জেলার একটা বড় অংশের মানুষ। কলকাতা পুলিশের এই ম্যাপ তাঁদের বিশেষভাবে সাহায্য করবে বলেই মনে করছে। অন্যদিকে পুজোয় ট্রাফিক জ্যাম রুখতে শহরের নান প্রান্তেই পুজোর সময় যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়। সে ক্ষেত্রেও দর্শনার্থীদের রাস্তা চিনে নিকটবর্তী পুজো মণ্ডপে পৌঁছতে বিশেষভাবে সাহায্য করবে এই ম্যাপ। 

প্রসঙ্গত, পুজো উপলক্ষে ইতিমধ্যেই মেট্রোর সংখ্যা বাড়ানো ঘোষণা করা হয়েছে। পুজোর চারদিন হাজার হাজার যাত্রীর পরিবহনের অন্যতম মাধ্যম হয়ে ওঠে এই মেট্রো। সেখানে কলকাতা পুলিশের পুজো গাইড ম্যাপ জেলার দর্শনার্থীদের মেট্রো স্টেশন ধরতেও বিশেষভাবে সাহায্য করে। মূলত চারভাগে ভাগ করা হয়েছে গোটা ম্যাপকে। উত্তরক ও মধ্য কলকাতা, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব কলকাতা, পোর্ট এরিয়া, দক্ষিণ শহরতলি ও দক্ষিণ পশ্চিম এই চারভাগে ভাগ করেই শহরের বিখ্যাত পুজোগুলিকে চিহ্নিত করা হয়েছে এই ম্যাপে। 

Next Article