কলকাতা: শহরে আজ দুর্গাপুজো কার্নিভাল। রেড রোডে পুজোর কার্নিভালে সামিল হবেন শহরে বিভিন্ন পুজো কমিটিগুলি। মোট ৯৪ টি পুজো কমিটি অংশগ্রহণ করবে রেড রোডের কার্নিভালে। বিদেশের বিভিন্ন অতিথিরাও এদিন উপস্থিত থাকবেন কার্নিভালে। বিকেল ৪টে থেকে শুরু হবে মূল অনুষ্ঠান। তবে ইতিমধ্যেই ভিড় জমতে শুরু করেছে রেড রোড ও সংলগ্ন এলাকায়। দর্শকদের ভিড়ের কথা মাথায় রেখে যান নিয়ন্ত্রণের জন্য ইতিমধ্যেই বেশ কিছু ব্যবস্থা নিয়েছে কলকাতা পুলিশ।
শেষ হল এবারের কার্নিভাল। প্রায় ৫ ঘণ্টা রেড রোডে চলল বর্ণাঢ্য অনুষ্ঠান।
৬৬) টালা প্রত্যয়
৬৭) চালতাবাগান লোহাপট্টি
৬৮) পূর্বাচল শক্তি সঙ্ঘ
৬৯) বারুইপুকুর পদ্মপুকুর ইয়ুথ ক্লাব
৭০) বাবুবাগান সর্বজনীন
৭১) নেতাজি জাতীয় সেবাদল
৭২) বোসপুকুর শীতলা মন্দির দুর্গোৎসব
৭৩) কালীঘাট যুবমৈত্রী
৭৪) সমাজসেবী সঙ্ঘ
৭৫) ৬৬ পল্লি
৭৬) সিকদারবাগান সর্বজনীন দুর্গোৎসব
৭৭) ৬২ পল্লি
৭৮) সন্তোষপুর লেকপল্লি
৭৯) বাদামতলা আষাঢ় সঙ্ঘ
৮০) হাতিবাগান নবীন পল্লি
৮১) গড়িয়া মিতালী সঙ্ঘ (নবদূর্গা)
৮২) বোসপুকুর তালবাগান সর্বজনীন
৮৩) অর্জুনপুর আমরা সবাই ক্লাব
৮৪) খিদিরপুর ৭৪ পল্লি
৮৫) আলিপুর সর্বজনীন
৮৬) কুমোরটুলি সর্বজনীন
৮৭) যোধপুর পার্ক শারদীয়া দুর্গোৎসব কমিটি
৮৮) অজেয় সংহতি
৮৯) বেলেঘাটা ৩৩ পল্লি
৯০) চক্রবেরিয়া সর্বজনীন
৯১) সুরুচি সঙ্ঘ
৯২) চেতলা অগ্রগনী
৯৩) যোধপুর পার্ক ৯৫ পল্লি
৯৪) ত্রিধারা সম্মিলনী
কুনাল ঘোষের পাড়ার পুজো রামমোহন সম্মিলনীর সঙ্গে নাচ মুখ্যমন্ত্রীর। সাঁওতাল নৃত্যশিল্পীদের সঙ্গে নাচলেন। সঙ্গে ছিলেন টলিউডের শিল্পীরা।
৩৪) রামমোহন সম্মিলনী
৩৫) ফতেহপুর দুর্গোৎসব কমিটি
৩৬) আহিরীটোলা যুবকবৃন্দ
৩৭) নিউটাউন সর্বজনীন দুর্গোৎসব
৩৮) ১৪ পল্লি উদয়ন সঙ্ঘ
৩৯) ২৫ পল্লি
৪০) উল্টোডাঙ্গা বিধান সঙ্ঘ
৪১)
৪২) ভবানীপুর ৭০ পল্লি
৪৩) প্রতাপাদিত্য ত্রিকোণ পার্ক
৪৪) ফরওয়ার্ড ক্লাব
৪৫) উত্তর হালদার পাড়া ক্লাব
৪৬) চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব
৪৭) ঠাকুরপুকুর এস বি পার্ক
৪৮) বেলঘরিয়া মানসবাগ দুর্গোৎসব
৪৯) দমদম পার্ক ভারত চক্র
৫০) বড়িশা প্লেয়ার্স কর্নার
৫১) গড়িয়াহাট হিন্দুস্থান ক্লাব
৫২) বাটাম ক্লাব
৫৩) শান্তিপল্লি পুজো সমিতি
৫৪) কালীঘাট মিলন সঙ্ঘ
৫৫) গান্ধী কলোনি এন এস সি বোস ক্লাব
৫৬) বকুলবাগান সর্বজনীন দুর্গোৎসব
৫৭) কাঁসারিপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটি
৫৮) কোলাহল সর্বজনীন দুর্গোৎসব কমিটি
৫৯) কামডহরি সুভাষপল্লি সর্বজনীন দুর্গোৎসব কমিটি
৬০) বরিশা ক্লাব
৬১) হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব
৬২) বালিগঞ্জ ২১ পল্লি
৬৩) বেলগাছিয়া সাধারণ দুর্গোৎসব (টালাপার্ক)
৬৪) উল্টোডাঙ্গা শুঁড়িরবাগান দুর্গোৎসব
৬৫) হাতিবাগান সর্বজনীন
১) আলিপুর বডি গার্ড লাইন্স
২) দক্ষিণ কলকাতা সর্বজনীন
৩) কলেজ স্কোয়ার সর্বজনীন
৪) বেহালা নূতন দল
৫) ভবানীপুর ৭৫ পল্লি
৬) অবসর
৭) সিংহী পার্ক
৮) কাশী বোস লেন
৯) হিন্দুস্থান পার্ক সর্বজনীন
১০) শ্রীভূমি স্পোর্টিং ক্লাব
১১) আহিরীটোলা দুর্গোৎসব সমিতি
১২) বরানগর নতুন পাড়া দাদা-ভাই সংঘ
১৩) দমদম তরুণ দল
১৪) বেলঘরিয়া বাণী মন্দির
১৫) বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন
১৬) ৪১ পল্লি
১৭) হালতু নন্দীবাগান দুর্গোৎসব
১৮) দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি
১৯) দমদম পার্ক তরুণ সঙ্ঘ
২০) বরানগর নেতাজি কলোনি লো ল্যান্ড
২১) ভবানীপুর মুক্তদল
২২) চোরবাগান সর্বজনীন
২৩) ভবানীপুর স্বাধীন সঙ্ঘ
২৪) পদ্মপুকুর বারোয়ারি সমিতি
২৫) তেলেঙ্গাবাগান সর্বজনীন দুর্গোৎসব
২৬) কালীঘাট কিশোর সঙ্ঘ
২৭) পূর্ব পুঁটিয়ারি প্রগতি সংঘ
২৮) এফ ডি ব্লক সর্বজনীন পুজো কমিটি
২৯) মুখার্জি ঘাট সর্বজনীন প্রসারিত সমিতি
৩০) এ কে ব্লক অ্যাসোসিয়েশন
৩১) ফাল্গুনি সঙ্ঘ
৩২) নবপল্লি সঙ্ঘ
৩৩) শিবমন্দির
অনেক চেয়ার ফাঁকা আছে দেখেই নতুন নির্দেশ দেন মমতা। বাইরে যাঁরা দাঁড়িয়ে আছেন, তাঁদের যথা সম্ভব ভিতরে ঢোকার ব্যবস্থা করার জন্যও বলেন কর্তব্যরত পুলিশ কর্তাদের। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই উপস্তিত পুলিশ অধিকরিকদের তৎপরতায় বহু দর্শকদের বাইরে থেকে ভিতরে প্রবেশ করানো হয়।
গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে রেড রোডের দিকে কিছুটা এগিয়ে যান মুখ্যমন্ত্রী। কথা বলেন দ্বায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিক এবং অন্যান্য দ্বায়িত্বপ্রাপ্তদের সঙ্গে। জানতে চান, পাশের মাঠে এত মানুষ দাঁড়িয়ে আছেন কেন?
রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাস্তার ধারে কার্নিভাল দেখতে আসা দর্শকদের উদ্দেশে জোড় হাত নমস্কার জানান তিনি। এরপর রেড রোডে তৈরি মূল মঞ্চের উদ্দেশে চলে যান মমতা।
যত সময় এগোচ্ছে, ততই সেজে উঠছে কার্নিভালের ক্যানভাস। ঢাকের বাদ্যি, গরবা নাচ, ধামসা-মাদল সব মিলে মিশে গিয়েছে পুজোর কার্নিভালে। সব মিলিয়ে রঙিন হয়ে উঠছে পুজোর কার্নিভাল।
এই বছর পুজোর কার্নিভালে অংশ নিচ্ছে ৯৪টি পুজো কমিটি। প্রত্যেক পুজো কমিটির জন্য চার মিনিট করে সময় বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ, মূল মঞ্চের সামনে যখন পুজো কমিটিগুলি পৌঁছাবে তখন তারা চার মিনিট করে সময় পাবে নিজেদের থিম ভাবনা প্রদর্শন করার জন্য। ফলে প্রতিটি পুজো কমিটি ৪ মিনিট করে সময় পেলেও প্রায় ৬ ঘণ্টার বেশি সময় লেগে যাবে কার্নিভালে। অর্থাৎ, রাত প্রায় ১০টার বেশি বেজে যেতে পারে কার্নিভাল শেষ হতে হতে। এমনটাই অনুমান করছেন ওয়াকিবহাল মহল।
পুজোর কার্নিভালে ক্রমেই রঙিন হয়ে উঠছে। রেড রোড সংলগ্ন এলাকায় ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন পুজো কমিটিগুলির। দক্ষিণ কলকাতা সর্ব্বজনীন দুর্গাপুজোর প্রতিমার গাড়িটি সাজিয়ে তোলা হয়েছে কার্নিভালের জন্য। এখন রেড রোডে কার্নিভালে অংশ নেওয়ার অপেক্ষায়।
পুজো কার্নিভালের প্রস্তুতি এখন প্রায় শেষ পর্যায়ে। বিভিন্ন পুজো কমিটিগুলি ইতিমধ্যেই প্রতিমা নিয়ে আসতে শুরু করেছে রেড রোডের দিকে। যে গাড়িগুলিতে করে প্রতিমা নিয়ে আসা হচ্ছে, সেগুলিকেও সাজিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে।
পুজোর কার্নিভালের প্রস্তুতি হিসেবে ইতিমধ্যেই রেড রোড বন্ধ করে দেওয়া হয়েছে। পুলিশের তরফে ব্যারিকেড বসিয়ে দেওয়া হয়েছে রাস্তায়। রেড রোড সংলগ্ন বেশ কিছু রাস্তা যেমন, লাভার্স লেন, কিংসওয়ে, খিদিরপুর রোড, হসপিটাল রোড সহ বিভিন্ন রাস্তায় দুপুর ২ টো থেকে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। তবে বিকল্প রাস্তার ব্যবস্থা করা হয়েছে। সেই বিকল্প রাস্তা ব্যবহার করে সাধারণ মানুষ যাতায়াত করতে পারবেন।