Group D Protest: নিষেধাজ্ঞা সত্ত্বেও অবস্থান, পুলিশের অনুরোধে ধর্নায় বিরতি চাকরি প্রার্থীদের

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Oct 08, 2022 | 2:15 PM

Kolkata: সূত্রের খবর, রেড রোড সংলগ্ন একদিকে গান্ধী মূর্তির পাদদেশে অপরদিকে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরেই চাকরি প্রার্থীরা তাঁদের অবস্থান আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন।

Group D Protest: নিষেধাজ্ঞা সত্ত্বেও অবস্থান, পুলিশের অনুরোধে ধর্নায় বিরতি চাকরি প্রার্থীদের
কার্নিভালের দিনও বিক্ষোভ

Follow Us

কলকাতা: শনিবার কার্নিভাল। এ দিন চাকরি প্রার্থীদের ধর্নায় বসতে নিষেধ করেছিল ময়দান থানার পুলিশ। কিন্তু তা অমান্য করেই মাতঙ্গিনী মূর্তির তলায় অবস্থান বিক্ষোভে বসেন চাকরি প্রার্থীরা। যার জেরে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তাঁরা।

সূত্রের খবর, রেড রোড সংলগ্ন একদিকে গান্ধী মূর্তির পাদদেশে অপরদিকে মাতঙ্গিনী হাজরা মূর্তির পাদদেশে দীর্ঘদিন ধরেই চাকরি প্রার্থীরা তাঁদের অবস্থান আন্দোলন কর্মসূচি চালাচ্ছেন। আর সেই কর্মসূচি যাতে শনিবার না হয় সেই জন্য প্রশাসনের তরফ থেকে চাকরি প্রার্থীদের কাছে অনুরোধ জানানো হয়। তার কারণ আজ রেড রোডে যে কার্নিভালের আয়োজন করানো হয়েছে সেখানে বহু পুজো কমিটি তারা সামিল হবে, দর্শনার্থীরা আসবেন এমনকী থাকবে অতিথীদের উপস্থিতি থাকবে। সব মিলিয়ে একদিকে কার্নিভাল ও অন্যদিকে যদি চাকরি প্রার্থীরা আন্দোলনে বসেন সেক্ষেত্রে আইন-শৃঙ্খলার অবনতি ঘটতে পারে। সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই প্রাশাসনের তরফে অবস্থান কর্মসূচিতে যাঁরা সামিল হয়েছিলেন তাঁদের কাছে আবেদন জানানো হয়েছিল চাকরি প্রার্থীরা যেন আন্দোলনে সামিল না হন।

তবে দেখা গেল, বেলা বাড়তেই দেখা গেল গ্রুপ-ডি চাকরি প্রার্থীরা প্ল্যাকার্ড পোস্টার হাতে নিয়ে আসতে শুরু করেন। সঙ্গে-সঙ্গে পৌঁছে যায় পুলিশ কর্মীরা। পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ কথোপকথন চলতে থাকে দু’পক্ষের। এরপর পুলিশের তরফে তাঁদের অনুরোধ করা হয় যাতে বিক্ষোভে না বসেন। এরপর গ্রুপ-ডি প্রার্থীরা তাঁরা অবস্থান থেকে সরে আসেন। ফিরে যান।

চাকরি প্রার্থীদের দাবি, তাঁরা হাইকোর্টের অর্ডারে ৫৪ দিন ধরে এই অবস্থান কর্মসূচিতে সামিল হয়েছেন। কিন্তু পুলিশ তাঁদের আজকে বসতে দেয়নি। পুলিশের অনুরোধেই তাঁরা ফিরে যাচ্ছেন। প্রয়োজনে আজকের বিষয়টিও তাঁরা আদালতের নজরে আনবেন।

 

 

 

 

 

Next Article
Sukanta Majumdar: কার্নিভাল এখন মৃত্যুর কার্নিভালে পরিণত হয়েছে: সুকান্ত
Weather Update: কার্নিভালের সন্ধেয় কেমন থাকবে আকাশ? বৃষ্টিতে কি ভিজবে তিলোত্তমা?