কলকাতা: শহরে আজ পুজোর কার্নিভাল। রেড রোডের কার্নিভালে অংশ নিচ্ছে ৯৪টি পুজো কমিটি। খোলা গাড়িতে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখা হয়েছে প্রতিমা। যদি বৃষ্টি নামে! তাই আগেভাগে প্রস্তুত পুজো কমিটিগুলি। তবে এদিন সকাল থেকেই কলকাতার আকাশ বেশ পরিষ্কার। আগামী কয়েক ঘণ্টায় কলকাতায় বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। সন্ধের দিকে অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা থাকলেও, তা খুবই ক্ষীণ। তবে ঘূর্ণাবর্তের জেরে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানানো হয়েছে, বর্তমানে রাজ্যের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলে পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় আগামী দুই-তিন দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে, উপরের দিকে পাঁচটি জেলায় অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এবং কালিম্পং – এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী কয়েকদিন। বাকি জেলাগুলিতে খুব বেশি বৃষ্টির সম্ভাবনা নেই। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে অল্পবিস্তর বৃষ্টি নামতে পারে। এদিকে কলকাতার ক্ষেত্রে আকাশ আংশিক মেঘলা থাকবে, তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা আপাতত নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কিছু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা থাকবে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ২৭ ডিগ্রি সেলসিয়াস।
উল্লেখ্য, পুজোর মরশুমে বার বার অসুর রূপে হানা দিয়েছে বৃষ্টি। দফায় দফায় বৃষ্টি নেমেছে শহর ও শহরতলিতে। কিন্তু তাতে উৎসবপ্রিয় বাঙালির পুজোর আনন্দে কোনও প্রভাব পড়েনি। বৃষ্টি মাথায় নিয়েই পুজোর আনন্দ চেটেপুটে উপভোগ করতে রাস্তায় বেরিয়ে পড়েছিলেন দর্শনার্থীরা। দুর্গাপুজোর ক’টা দিনে বৃষ্টি নামলেও এবার পুজোর কার্নিভালে শহরবাসীর মুখে চওড়া হাসি। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, আজ বিকেল থেকে কলকাতা শহরে বৃষ্টির খুব একটা সম্ভাবনা নেই। সন্ধের পর কলকাতায় অল্পবিস্তর বৃষ্টির সম্ভাবনা থাকলেও তা খুবই ক্ষীণ।