Durga Puja 2022: তপতী গুহ ঠাকুরতার বক্তব্যে মুখ খুললেন বিজেপি নেত্রী, পাল্টা তোপ কুণালেরও
Durga Puja: নবমীতে পুজো মণ্ডপে দাঁড়িয়েই তপতী গুহঠাকুরতাকে বলতে শোনা গিয়েছে, ইউনেস্কোর এই স্বীকৃতিতে কেন্দ্র-রাজ্যের দাবি নিয়ে যে তরজা হবে তা তাঁকে অবাক করে না।
তপতী গুহঠাকুরতার বক্তব্য, “পুজো নিয়ে আমার কাজ বহুদিনের। আমি দুই দশক আগে গবেষক হিসেবে পুজোর কাজে নামি। কেন্দ্রীয় সরকারের সঙ্গে ওই কাজ করার পর আমার কোনও যোগাযোগ নেই। এখানকার সরকারই বলুন কী কেন্দ্রীয় সরকারই বলুন, এই স্বীকৃতিটা তারা নিজেদের হয়ে নেবে, এটা কিন্তু আমাকে অবাক করে না। আমার মতে আমি যথেষ্ট স্বীকৃতি পেয়েছি। এই নিয়ে কোনওরকমের আফশোস নেই। সরকারের কাছ থেকে মস্ত বড় একটা স্বীকৃতি পাব এ আশা আমার কখনই ছিল না। এটা আমার প্রয়োজনও না। সারা কর্মজীবন আমি এ শহরে কাটিয়েছি। আমার দুর্গাপুজোটাও এই শহরে। এটা শহরকে কিছু একটা ফেরত দেওয়ার মতো। একটা স্বীকৃতি এসেছে, এটা শহরেরই।”
তপতীদেবীর এই বক্তব্যের পাল্টা মীনাক্ষী লেখি বলেন, “যদি উনি এ ধরনের কথা বলে থাকেন আমি ইউনেস্কোর যে সার্টিফিকেট এসেছে সেটা টুইট করতে চাইব। ১৫ লক্ষ টাকা উনি কনসালটেন্সি ফি পেয়েছেন। ১০ লক্ষ টাকা যে কাজ উনি করেছেন তার জন্যে, ৫ লক্ষ টাকায় সিনেমা তৈরি হয়েছে। আমি এগুলি টুইট করে দেব। আমি মানুষের এই ধরনের বক্তব্যের তীব্র নিন্দা করি। যিনি পয়সা নেওয়ার পরে এ ধরনের কথা বলেন। এটা নোংরা রাজনীতি।”
কেন্দ্রের বিরুদ্ধে সমালোচনার সুর চড়িয়ে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, “তপতীদেবী সিরিয়াসলি কাজ করেছেন। ফলে ওনার আক্ষেপ থাকতেই পারে। যে কারণে পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যেদিন ইউনেস্কোকে ধন্যবাদ জানানোর কর্মসূচি হল, সেদিন শ্রদ্ধেয়া তপতীদেবীকে যথাযোগ্য সম্মান এবং সংবর্ধনা দিয়েছেন। তপতীদেবীর মতো গবেষক যখন কাজ করেন অথচ স্বীকৃতি দেয় না, ইউনেস্কো দিলে বলে ‘আমরা করেছি’। এ তো পুজো চুরি করতে গিয়ে ধরা পড়া।”