DVC Water: বিকেল ৪টের মধ্যে ৭০ হাজার কিউসেক জল ছেড়েছে DVC, সতর্ক করা হল দক্ষিণবঙ্গে
DVC: ডিভিসি সূত্রে খবর, নিম্নচাপের কারণে ঝাড়খণ্ডে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে অজয় ও দামোদরের আপার ক্যাচমেন্টেও। তাই জল ছাড়ছে বরাকর ও দামোদরের ওপর থাকা ঝাড়খণ্ডের তিনটি ড্যাম। ঝাড়খণ্ডের তিলাইয়া, তেনুঘাট ও কোনার ড্যাম জল ছাড়ায় চাপ বাড়ছে মাইথন ও পাঞ্চেতে। মাইথন ও পাঞ্চেত দুটি ড্যামের ডেঞ্জার লেভেল পৌঁছে গিয়েছে জলস্তর।

আসানসোল: ধাপে ধাপে জল ছাড়ার পরিমান বাড়াল ডিভিসি (DVC)। শুক্রবার ডিভিসি-র দুপুর ৩ টে ৪৫ মিনিটের বুলেটিন অনুযায়ী মাইথন ও পাঞ্চেত ড্যাম থেকে মোট ৭০ হাজার কিউসেক হারে জল ছাড়া শুরু হয়েছে। মাইথন ড্যাম থেকে ৪২ হাজার ৫০০ কিউসেক ও পাঞ্চেত ড্যাম থেকে ২৭ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়া শুরু হয়।
নিম্নচাপের জেরে বৃহস্পতিবার রাত থেকে জল ছাড়া শুরু করে ডিভিসি। শুক্রবার সকাল ৯ টায় ডিভিসি-র তরফে যে বুলেটিন দেওয়া হয়, সেই অনুযায়ী মাইথন ও পাঞ্চেত দুই জলাধার থেকে মোট ৬৫ হাজার কিউসেক হারে জল ছাড়া হয়েছে। মাইথন থেকে ৩২ হাজার ৫০০ কিউসেক এবং পাঞ্চেত জলাধার থেকে ৩২ হাজার ৫০০ কিউসেক হারে জল ছাড়া হয়।
ডিভিসি সূত্রে খবর, নিম্নচাপের কারণে ঝাড়খণ্ডে হচ্ছে বৃষ্টি। বৃষ্টি হচ্ছে অজয় ও দামোদরের আপার ক্যাচমেন্টেও। তাই জল ছাড়ছে বরাকর ও দামোদরের ওপর থাকা ঝাড়খণ্ডের তিনটি ড্যাম। ঝাড়খণ্ডের তিলাইয়া, তেনুঘাট ও কোনার ড্যাম জল ছাড়ায় চাপ বাড়ছে মাইথন ও পাঞ্চেতে। মাইথন ও পাঞ্চেত দুটি ড্যামের ডেঞ্জার লেভেল পৌঁছে গিয়েছে জলস্তর। তাই জল ছাড়ার পরিমান বাড়িয়েছে ডিভিসি। নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।
বঙ্গোপসাগরের উপরে যে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, তা ইতিমধ্যেই ওড়িশার গোপালপুর হয়ে স্থলভাগে ঢুকে পড়েছে। গোপালপুর উপকূলে বর্তমানে অবস্থান করছে সেই নিম্নচাপ। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে যেমন তুমুল বৃষ্টি হবে, তেমনই উত্তরবঙ্গেও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তাই এই পরিস্থিতিতে ডিভিসি-র জল ছাড়া নিয়ে সতর্ক রয়েছে প্রশাসন। দফায় দফায় বৈঠকও হচ্ছে।
উত্তরবঙ্গের পর্যটকদের জন্য বড় সতর্কবার্তা দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ-সিকিমে আগামী ৩ দিন ধরে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।
