DYFI Brigade: মমতার প্রস্তাবিত রাজ্যসঙ্গীত গেয়েই শুরু বামেদের মেগা ব্রিগেড

DYFI Brigade: বস্তুত, রাজ্যের যে কোনও সরকারি অনুষ্ঠানের শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত। এমনটাই নিয়ম করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েও দেওয়া হয়েছে। এ দিন কার্যত মমতার সেই নির্দেশকেই 'অক্ষরে-অক্ষরে' পালন করলেন বাম নেতা কর্মীরা এমনটাই মনে করছেন অনেকে।

DYFI Brigade: মমতার প্রস্তাবিত রাজ্যসঙ্গীত গেয়েই শুরু বামেদের মেগা ব্রিগেড
ব্রিগেডে বাজল রাজ্য সঙ্গীতImage Credit source: Facebook
Follow Us:
| Updated on: Jan 07, 2024 | 2:23 PM

কলকাতা: বামেদের বিগ্রেডে বাজল রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল।’ ব্রিগেড শুরু হতে এই গানটি বাজায় কার্যত চর্চায় রাজনৈতিক মহল। কেন এই গানটি দিয়েই শুরু হল এ দিনের কর্মসূচি এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনীতির অলিতে গলিতে। একসময় রাজ্য সঙ্গীত নিয়ে বিরোধিতা করেছিলেন লাল শিবির। তাদের অভিযোগ ছিল, গানটি বিকৃত করা হয়েছে। তবে আজ মেগা সমাবেশের শুরুটাই সেই রাজ্য সঙ্গীত দিয়ে হওয়ায় শুরু জল্পনা।

বস্তুত, রাজ্যের যে কোনও সরকারি অনুষ্ঠানের শুরুতে গাইতে হবে রাজ্য সঙ্গীত। এমনটাই নিয়ম করে দিয়েছেন খোদ মুখ্যমন্ত্রী। বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানিয়েও দেওয়া হয়েছে। এ দিন কার্যত মমতার সেই নির্দেশকেই ‘অক্ষরে-অক্ষরে’ পালন করলেন বাম নেতা কর্মীরা এমনটাই মনে করছেন অনেকে। রাজনীতির কারবারিদের প্রশ্ন তবে কি লোকসভা নির্বাচনে তৃণমূলের পাশেই বামেরা রয়ছেন সেই বার্তাই পক্ষান্তরে দেওয়া হল এ দিনের মেগা সমাবেশে।

তবে বাম-যুব নেতৃত্বের দাবি, মুখ্যমন্ত্রী গানটিকে বিকৃত করছিলেন, বিগ্রেডের মঞ্চে তা অবিকৃত ভাবে গাওয়া হল। ডিওয়াইএফআই-এর কলকাতা জেলা সম্পাদক পৌলমী মজুমদার জানিয়েছেন যে, ধর্মীয় বিভাজনের প্রক্ষাপটে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটি লিখেছিলেন। বর্তমান সময়ে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মঞ্চে এই গান পরিবেশনা করা হয়েছে।