Eastern Railway: চেন টেনে ট্রেন থামানোর দায়ে গ্রেফতার ২ হাজার, জরিমানা আদায় ৯ লাখ টাকা

Sayanta Bhattacharya | Edited By: Soumya Saha

Nov 23, 2023 | 5:02 PM

Eastern Railway: চলতি বছরের এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত ২ হাজার ৯০ বার অকারণে অ্য়ালার্ম চেন টেনে ট্রেন থামানো হয়েছে। এই প্রায় সাড়ে সাত মাসে আরপিএফের হাতে গ্রেফতার হয়েছে ২ হাজার ৫২ জন। ধরা পড়ে মোটা টাকার জরিমানাও হয়েছে অনেকের। সব মিলিয়ে এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত ৯ লাখ ৬ হাজার ৭০০ টাকা জরিমানা বাবদ আদায় করেছে পূর্ব রেল।

Eastern Railway: চেন টেনে ট্রেন থামানোর দায়ে গ্রেফতার ২ হাজার, জরিমানা আদায় ৯ লাখ টাকা
কড়া পদক্ষেপ পূর্ব রেলের
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: অকারণে ট্রেনের অ্যালার্ম চেনের হাতল টানার প্রবণতা দিন দিন বাড়ছে পূর্ব রেলে। যার যখন ইচ্ছে হচ্ছে, অ্যালার্ম চেনের হাতল টেনে ট্রেন থামিয়ে নেমে যাচ্ছে কামরা থেকে। এই প্রবণতা বন্ধ করতে কড়া পদক্ষেপ করছে পূর্ব রেল ও আরপিএফও। চলতি বছরের এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত ২ হাজার ৯০ বার অকারণে অ্য়ালার্ম চেন টেনে ট্রেন থামানো হয়েছে। এই প্রায় সাড়ে সাত মাসে আরপিএফের হাতে গ্রেফতার হয়েছে ২ হাজার ৫২ জন। ধরা পড়ে মোটা টাকার জরিমানাও হয়েছে অনেকের। সব মিলিয়ে এপ্রিল মাস থেকে এখনও পর্যন্ত ৯ লাখ ৬ হাজার ৭০০ টাকা জরিমানা বাবদ আদায় করেছে পূর্ব রেল।

এই ধরনের প্রবণতা যাতে বন্ধ হয়, তার জন্য যাত্রীদের সচেতন করতে শুরু করেছে পূর্ব রেল ও আরপিএফ। শিয়ালদহ, হাওড়া, আসানসোল ও মালদা ডিভিশনে জোরদার সচেতনতা প্রচার চালাচ্ছেন আরপিএফের কর্মীরা। কেউ যাতে অকারণে চেন না টানেন, সেই বিষয়ে বোঝানো হচ্ছে। বোঝানো হচ্ছে, শুধুমাত্র আপদকালীন পরিস্থিতির জন্যই এই ইমার্জেন্সি অ্যালার্ম চেন। অকারণে চেন টানলে কী সমস্যা হতে পারে, রেলের কী সমস্যা, যাত্রীদের কী সমস্যা… সেই সব বোঝানো হচ্ছে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, “রেলের নিরাপত্তা বিষয়ে আমরা কোনওরকম আপস করতে নারাজ। যে কারণে আরপিএফ এবং রেলের আধিকারিকদের এ ব্যাপারে কড়া নির্দেশ দেওয়া রয়েছে। যে বা যারাই এই ধরনের দোষ করবে, তাদের যেন সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় এবং জরিমানা আদায় করা হয়।”

Next Article