BJP on SIR: কমিশনের কাছে রাজ্যের সব বুথের ‘বিরোধী মুখ’ হতে পারবে বিজেপি? বিএলএ-র সংখ্যা নিয়ে ধন্দ
BJP on SIR: বিশেষ ও নিবিড় পরিমার্জন থেকে রোখে কে? কিন্তু SIR-এর জন্য এই বুথ লেভেল এজেন্টদের নাম কি পাঠাবে রাজ্য়ের শাসক শিবির? একই ভাবে প্রশ্ন থাকছে বিজেপির দিকেও। রাজ্য়ের সব বুথে তো তাদের এজেন্ট নেই, সেই ক্ষেত্রে তারাই বা কী করবে?

কলকাতা: বিহারে ভোটার তালিকার বিশেষ ও নিবিড় পরিমার্জনের কাজ মিটেছে। এবার কোন রাজ্য? সেই নিয়ে কিছু স্পষ্ট করেনি কমিশন। তবে আবহ দেখে অনেকেই বলছেন, এবার হয়তো বাংলায় হবে পরিমার্জনের কাজ। ইতিমধ্য়েই পশ্চিমবঙ্গ-সহ বাকি সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সিইওদের কাছে চিঠি পাঠিয়েছে কমিশন। মূলত SIR-এর কথা সরাসরি উল্লেখ করে সেই চিঠিতে পরিমার্জনের কাজ প্রসঙ্গে বুথ লেভেল এজেন্ট, যা রাজনৈতিক দলগুলি নিয়োগ করে থাকে। তাদের অবগত করানোর কথা বলেছেন মুখ্য় নির্বাচনী কমিশনার। পাশাপাশি, রাজনৈতিক দলগুলিকে সিইওদের বিএলএ-র একটি তালিকা প্রদানের নির্দেশও দেওয়া হয়েছে।
অর্থাৎ বিশেষ ও নিবিড় পরিমার্জন থেকে রোখে কে? কিন্তু SIR-এর জন্য এই বুথ লেভেল এজেন্টদের নাম কি পাঠাবে রাজ্য়ের শাসক শিবির? একই ভাবে প্রশ্ন থাকছে বিজেপির দিকেও। রাজ্য়ের সব বুথে তো তাদের এজেন্ট নেই, সেই ক্ষেত্রে তারাই বা কী করবে?
বর্তমানে রাজ্য়ে মোট বুথের সংখ্যা ৮১ হাজারের অধিক। যার মধ্যে ১৮ হাজার বুথে সংখ্যালঘু ভোটারের আধিক্য। ফলত সেখানে সংগঠনের হাতে জোর নেই বিজেপির। যা তারা পূর্বে বহুবার স্পষ্ট করেছিল। তবে বিজেপির ব্যাটন শমীক ভট্টাচার্য ধরার পর থেকেই অন্ততপক্ষে সংখ্যালঘু নিয়ে দুর্বলতার কথা আগে স্বীকার করলেও, এখন তা ‘নৈব নৈব চ’। এদিন জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, “সংখ্যালঘু বা সংখ্যাগুরু এলাকা নিয়ে কোনও দুর্বলতা নেই।”
তা হলে সংখ্যালঘু এলাকা থেকেও বিএলএ পাঠাবে বিজেপি? জানা গিয়েছে, সেখানে বুথ গঠন না করেই এগিয়ে আসার কথা ভাবছে বিজেপি। অবশ্য, তাই বলে বাকি ৬৩ হাজার বুথ, তাতে কোনও ছাড় নেই। সেখানে বুথ কমিটি গঠনেই আপাতত বাড়তি জোর দিচ্ছে গেরুয়া শিবির। শনিবার বিজেপির সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্য়ায় বলেন, “কমিশন আমাদের থেক তালিকা চেয়েছে, আমরা অধিকাংশ বুথেই তা দিয়ে দেব। কিন্তু বাকি কোনও বুথে যদি কোনও রাজনৈতিক দলের বিএলএ না থাকে, সেখানে কমিশনের দায়িত্ব সেই বুথগুলিতে যাওয়া, সমীক্ষা করা। ভোটারের নাম রাখা বা বাদ দেওয়া।”

